• বাংলাদেশ-ভারত সিরিজ ২০১৫
  • " />

     

    বৃষ্টি ছাপিয়ে উজ্জ্বল সাকিব-জুবায়ের

    বৃষ্টি ছাপিয়ে উজ্জ্বল সাকিব-জুবায়ের    

    ফতুল্লা টেস্ট, তৃতীয় দিনের খেলা শেষে : 

     

    ভারত ৪৬২/৬ (অশ্বিন ২*, হরভজন ৭*, ধাওয়ান ১৭৩, বিজয় ১৫০, রাহানে ৯৮; সাকিব ৪/১০৫, জুবায়ের ২/১১৩)


     

    রহস্যময় উইকেট, ততোধিক রহস্যময় একাদশ…ফতুল্লা টেস্টে এ পর্যন্ত গড়ানো তিনদিনের পুরোটা সময় খেলা হলে বাংলাদেশ ঠিক কোন অবস্থানে থাকতো বলা কঠিন। কিন্তু বৃষ্টির বাধায় প্রায় দু’ দিনের খেলা ভেসে যাওয়ার পর সফররত ভারতের বিপক্ষে চলমান একমাত্র টেস্টটির ভাগ্য এখন প্রকৃতির হাতেই, ক্রিকেটীয় অনিশ্চয়তার সম্ভব সব সমীকরণ ছাপিয়ে যেটা এখন কার্যত নিশ্চিত ড্রয়ের পথে। তৃতীয় দিনের খেলা শেষে সাকুল্যে ১০৩.৩ ওভার ব্যাট করে ভারতীয় দলের প্রথম ইনিংসের সংগ্রহ ৬ উইকেটে ৪৬২ রান। আর বাংলাদেশের প্রাপ্তির খাতায় সাকিবের ৪ উইকেটের সাথে জুবায়েরের চোখজুড়ানো গুগলির শিকার দুটি উইকেট।

     

    বিনা উইকেটে ২৩৯ রান নিয়ে তৃতীয় দিনের প্রথম সেশনেই তিন উইকেট খুইয়ে বসে ভারত। শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলিরা ফিরে যান মাত্র ২৭ রানের মধ্যে। প্রথম দিনেই দেড়শ রানের মাইলফলক ছুঁয়ে ফেলা ওপেনার শিখর ধাওয়ান আরও ২৩ রান যোগ করে সাকিবের হাতে ক্যাচ দেন তাঁর বলেই। এর আগে ক্যারিয়ারের ষষ্ঠ শতক তুলে নেন আরেক ওপেনার মুরালি বিজয়। ব্যক্তিগত পরের ওভারে রোহিতকে বোল্ড হয়ে ফেরান ওই সাকিবই। আর অধিনায়ক কোহলিকে ব্যক্তিগত মাত্র ১৪ রানে দুর্দান্ত এক গুগলিতে বোল্ড করেন লেগ স্পিনার জুবায়ের হোসেন।

     

    চতুর্থ উইকেটে আজিঙ্কা রাহানেকে নিয়ে আরও একটি বড় জুটির পথে হাঁটেন মুরালি বিজয়। থেমে থেমে বৃষ্টির বাঁধায় বিপর্যস্ত দিনের দ্বিতীয় সেশনে বিজয়কে ব্যক্তিগত ১৫০ রানে এলবিডব্লুর ফাঁদে ফেলেন সাকিব। জুবায়েরের আরও একটি গুগলিতে রিদ্ধিমান সাহা জব্দ (৬) হওয়ার পর সাকিবের চতুর্থ শিকার হন রাহানে, ব্যক্তিগত ৯৮ রানে।

     

    সপ্তম উইকেটে অশ্বিন-হরভজন জুটি এরপর আর খুব বেশিক্ষণ খেলতে পারেন নি। ফের টানা বর্ষণ দিনের খেলায় সমাপ্তি টেনে দেয় অনেকটা সময় বাকি থাকতেই।

     

     

    বৃষ্টিস্নাত এমনই এক টেস্টে সাকিব ছুঁয়ে ফেলেছেন অন্যরকম এক মাইলফলক। দেশের মাঠে শততম টেস্ট উইকেটটি শিকার করেছেন আজই। এই ইনিংসে আর একটি উইকেট পেলেই ১৫তম বারের মতো পেয়ে যাবেন টেস্টের এক ইনিংসে ৫ উইকেটের স্বাদ। তবে দিনশেষে সাকিবের চার উইকেট ছাপিয়ে ক্রিকেটপ্রেমীদের আলোচনায় জুবায়েরের দুর্দান্ত লেগস্পিন। স্বয়ং সাকিবও তাতে যোগ দিচ্ছেন অনুজ সতীর্থকে প্রশংসার জোয়ারে ভাসিয়ে।