দলে এসেছেন লিটন-মুস্তাফিজ

পরিবর্তন দুইটি প্রত্যাশিতই ছিল। মাহমুদউল্লাহ চোটের কারণে থাকবেন না, সেটা জানা ছিল আগেই। পাকিস্তান সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার আবুল হাসানও। আর টেস্টের পর এবার ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজের দলেও ডাক পেয়েছেন লিটন কুমার দাশ। পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টির চমক মুস্তাফিজও জায়গা পেয়েছেন ওয়ানডে দলে। আর দলে আছেন এখনও অভিষেকের অপেক্ষায় থাকা ওপেনার রনি তালুকদার।
প্রথম টেস্ট বৃষ্টিতে অনেকটুকুই ভেসে যাওয়ার পর এই সিরিজের বাকি শুধু তিনটি ওয়ানডে। ১৮, ২১ ও ২৪ জুন মিরপুর স্টেডিয়ামে হবে দিবা রাত্রির তিনটি ওয়ানডে।
বাংলাদেশ দল
মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান(সহ-অধিনায়ক), সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানী, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, রনি তালুকদার, মুস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাশ।