লিটন ঝলকেও ফলো-অনের লজ্জা

মহানাটকীয় কিছু না হলে ফতুল্লা টেস্টের ভাগ্যে ড্র লেখা হয়ে গিয়েছে তৃতীয় দিন শেষেই। শেষ দিনে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পরও সেই আশঙ্কা খুব একটা উঠল না। কিন্তু ফলো অনে পড়ে ওয়ানডের আগে নিজেদের আত্মবিশ্বাস অনেকটাই নাড়া খেল বাংলাদেশের।
৩ উইকেটে ১১১ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। সেটাও সকালের সেশনের প্রায় পুরোটা ভেসে যাওয়ার পর। আরেকবার বাংলাদেশকে ব্যাট করতে নামাটা তখন খুব একটা বাস্তব মনে হচ্ছিল না। কিন্তু দিনের তৃতীয় ওভারেই আউট সাকিব আল হাসান। এরপর সৌম্য নিয়ে ভালোই এগুচ্ছিলেন ইমরুল কায়েস, কিন্তু ৭২ রান করে বাংলাদেশ ওপেনার স্টাম্পড হয়ে গেছেন হরভজনের বলে। এরপর ৩৭ রান করে সৌম্য আউট হয়ে গেলে ১৭৬ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
এরপর আলো ছড়িয়েছেন অভিষিক্ত লিটন দাশ। ৪৫ বলে ৪৪ রানের ছোট্ট, কিন্তু স্ট্রোক ঝলমলে ইনিংসে বুঝিয়ে দিয়েছেন, জাতীয় লিগে ধারাবাহিকভাবে রানের পর রান করাটা ফ্লুক ছিল না। শুভাগত হতাশ করেছেন আরও একবার, পরে তাইজুলকে নিয়ে ফলো অন এড়িয়ে ফেলার সম্ভাবনা জাগিয়েছিলেন লিটন। কিন্তু ২৩২ রানে লিটন আউট হয়ে যাওয়ার পর শেষ হয়ে গেছে সেই সম্ভাবনাও। শেষ পর্যন্ত বাংলাদেশ অলআউট হয়ে গেছে ২৫৬ রানে। অশ্বিন ৮৭ রানে নিয়েছেন ৫ উইকেট, হরভজন দলে ফিরে ৩ উইকেট নিয়েছেন ৬৭ রানে। আবার ব্যাট করতে নেমে বাংলাদেশকে খেলতে হতো সর্বোচ্চ ৩০ ওভার। কিন্তু কোনো বিপদ হতে দেননি তামিম-ইমরুল, ১৫ ওভারে ২৩ রান তোলার পর ড্র মেনে নিয়েছে দুই দল।
তবে এই ড্রয়ে ক্ষতি হয়েছে ভারতের, দুই পয়েন্ট হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন থেকে চারে নেমে গেছে ভারত। দক্ষিণ আফ্রিকা আছে একে, দুইয়ে অস্ট্রেলিয়া, তিনে নিউজিল্যান্ড। চারে ভারতের পর ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা। আটে ওয়েস্ট ইন্ডিজ, অনেকটা পিছিয়ে নইয়ে বাংলাদেশ। জিম্বাবুয়ে আছে দশে।