• নিদাহাস ট্রফি ২০১৮
  • " />

     

    র‍্যাংকিংয়ে ৪০ ধাপ এগুলেন রুবেল

    র‍্যাংকিংয়ে ৪০ ধাপ এগুলেন রুবেল    

    নিদাহাস কাপের শেষ ওভারটা দুঃস্বপ্নের মতোই হয়েছে রুবেল হোসেনের। কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের বোলিংয়ে যে ভরসা যুগিয়েছিলেন সেই ছাপ পড়েছে রুবেলের আইসিসি র‍্যাংকিংয়েও। নতুন প্রকাশিত র‍্যাংকিংয়ে ৪০ ধাপ এগিয়ে ৪২ এ উঠে এসেছেন বাংলাদেশি ফাস্ট বোলার। নিদাহাসে খেলা ৫ ম্যাচে নেওয়া ৭ উইকেটেই ৪৬৫ রেটিং নিয়ে ক্যারিয়ার সেরা টি টোয়েন্টি র‍্যাংকিংয়ে উঠে এসেছেন তিনি। 

    র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে মুশফিকুর রহিমেরও। ১৪ ধাপ এগিয়ে বাংলাদেশি ব্যাটসম্যান আছেন ৪৭ নম্বরে। এক ঘর এগিয়েছেন সাব্বির রহমানও, উঠে এসেছেন ১৮ তে। বোলারদের ভেতর শীর্ষ ২০ এ আছেন বাংলাদেশের দুইজন। দুইজনেরই অবস্থান অপরিবর্তিত রয়েছে, মুস্তাফিজুর রহমান আছেন ৮ এ আর সাকিব আল হাসান ১৩ তে।  

    অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে এক ধাপ নেমে গেছেন সাকিব আল হাসান। তাকে টপকে দুইয়ে উঠে গেছেন মোহাম্মদ নবী। তালিকার শীর্ষে আছেন গ্লেন ম্যাক্সওয়েল।