• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    পিএসজিতে এনরিকেকে চান নেইমার

    পিএসজিতে এনরিকেকে চান নেইমার    

    চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার পড়েই প্রশ্ন উঠেছে উনাই এমেরির ভবিষ্যৎ নিয়ে। মৌসুম শেষে পিএসজির দায়িত্বে থাকছেন কী থাকছেন না, সে নিয়ে আলোচনা চলছেই। তাহলে কে হবেন পিএসজির নতুন কোচ? দলের প্রাণভোমরা নেইমার চাইছেন, সাবেক বার্সেলোনা কোচ লুইস এনরিকেই দায়িত্বটা নিক।

    নতুন কোচ হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। পিএসজির সম্ভাব্য কোচের তালিকায় আছেন লুইস এনরিকে, ডিয়েগো সিমিওনে ও কার্লো আনচেলত্তি। ইনজুরিতে পড়া নেইমারকে দেখতে ব্রাজিলে গিয়েছিলেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে, সেখানে নেইমার নাকি খেলাইফিকে এনরিকেকেই কোচ করতে বলেছেন। পুরনো ‘গুরুর’ অধীনে নতুন করে চ্যাম্পিয়নস লিগ জয়ের পরিকল্পনা সাজাতে চান নেইমার। সাথেও এও বলেছেন, আনচেলত্তির কোচিং পদ্ধন্তি তার পছন্দ নয়।

    এদিকে নেইমার না চাইলেও আনচেলত্তিকে চাইছেন পিএসজি অধিনায়ক থিয়াগো সিলভা। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত পিএসজির কোচ ছিলেন তিনি। শেষ পর্যন্ত কে হবে নেইমার-সিলভাদের কোচ, সেটা সময়ই বলে দেবে।