• লা লিগা
  • " />

     

    বিশ্বকাপের আগেই ভবিষ্যৎ ঠিক করবেন গ্রিযমান

    বিশ্বকাপের আগেই ভবিষ্যৎ ঠিক করবেন গ্রিযমান    

    গত গ্রীষ্মের দলবদলে আঁতোয়া গ্রিযমানের ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। পরে শীতকালীন দলবদলের মৌসুমে তার বার্সেলোনায় যোগ দেওয়ার গুজবটা তো প্রায় সত্যিই বানিয়ে দিয়েছিল সংবাদমাধ্যম। আরও একটি মৌসুম প্রায় শেষের দিকে, খুলবে দলবদলের দুয়ারও। তাই আগে এবার থেকেই সতর্ক গ্রিযমান। নতুন দলে যোগ দেবেন নাকি অ্যাটলেটিকো মাদ্রিদেই থেকে যাবেন সেটা বিশ্বকাপের আগেই জানিয়ে দেবেন তিনি!

    বিশ্বকাপে পুরোপুরি মনোযোগ দিতে ফ্রান্স দলে যোগ দেওয়ার আগেই নিজের সিদ্ধান্ত জানাবেন তিনি, গ্রিযমান নিজেই জানিয়েছেন লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে। "আমার ভবিষ্যৎ বিশ্বকাপের আগেই নির্ধারণ হয়ে যাবে। রাশিয়া যাওয়ার সময় মাথায় কোনো উটকো ঝামেলা নিয়ে যেতে চাই না। আমার মনে হয় বাকিরাও এটাই চায়।"

    "পরের মৌসুমে কোথায় খেলব সেটা অজানা থাকলেও আমার তেমন কোনো অসুবিধা হবে না। কিন্তু সময়ে অসময়ে 'আপনি ওদের ব্যাপারে কী ভাবেন? এটা হবে নাকি হবে না? আপনি কি এটা চান'-এসব প্রশ্নের সম্মুখীন হতে হবে না। আমি আমার বোনকে (গ্রিযমানের এজেন্ট) বলে দিয়েছি, যা হবে বিশ্বকাপের আগেই হবে।" 

    গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার সম্ভাবনাকে ১০ এর মাত্রায় ৬ দিয়েছিলেন গ্রিযমান। এরপর শুধু গুজবই বাড়তে থাকে, আর সেটাই মৌসুমের প্রথমদিকে সমস্যা তৈরি করেছিল গ্রিযমানের খেলাতেও। প্রথম ৬ মাসে অ্যাটলেটিকোর হয়ে গোল করেছিলেন মাত্র ৭ টি। "এটা সত্যি যে গত গ্রীষ্মে আমার কথা নিয়ে অনেককিছু হয়েছিল। পরে ফুটবলে মন দেওয়াটাই কঠিন হয়ে গিয়েছিল আমার জন্য। জাতীয় দলে অবশ্য অসুবিধা হয়নি, তারা আমাকে আমার মতোই থাকতে দিয়েছে।" তবে মৌসুমের মাঝপথ পেরিয়ে যাওয়ার পর দলে ডিয়েগো কস্তার সংযোজন, সাথে কোচের ভূমিকাও ফর্মে ফিরতে সাহায্য করেছে বলে জানিয়েছেন তিনি, "মৌসুম যত গড়িয়েছে কোচ আমাকে ততো বেশি স্বাধীনতা দিয়েছে। পরে কস্তা আসলো দলে, সেই অনেকটুকু চাপ কমিয়ে দিয়েছে আমার। সেটাও সাহায্য করেছে।"