• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    বিপিএলে কমছে বিদেশীর সংখ্যা

    বিপিএলে কমছে বিদেশীর সংখ্যা    

    বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলের একাদশে কমছে সর্বোচ্চ বিদেশী ক্রিকেটারের সংখ্যা। এবারের আসর থেকে আবার পুরোনো নিয়মে ফিরে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এখন থেকে এক দল ম্যাচের একাদশে সর্বোচ্চ চারজন বিদেশী ক্রিকেটার খেলাতে পারবে, গত আসরে যা ছিল পাঁচজন। 

    প্রথম আসরে সর্বোচ্চ পাঁচজন বিদেশী ক্রিকেটার খেলানোর নিয়ম বদলে গিয়েছিল পরের আসর থেকে। তবে গত আসরে ফিরে এসেছিল আবার। সে থেকেই এ নিয়ম নিয়ে আলোচনা হয়েছে বিস্তর, দেশী ক্রিকেটাররা ‘বঞ্চিত’ হচ্ছেন কিনা, প্রশ্ন উঠেছিল সেটাও। এবার সে নিয়ম থেকে এবার সরে আসলো বিসিবি। আজ বোর্ড মিটিংয়ের পর প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন এ কথা। 

    প্রতি দল চাইলে এবার চারজন করে পুরোনো খেলোয়াড় ধরে রাখতে পারবে। এক্ষেত্রে অবশ্য দেশী-বিদেশী ভেদাভেদ হবে না। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে এ টুর্নামেন্ট, চলবে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত। 

    ২০১২ সাল থেকে শুরু হওয়া বিপিএলে হয়েছে পাঁচটি আসর। শেষটিতে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।