• লা লিগা
  • " />

     

    সেই মালাগাই পড়ল অবনমনে

    সেই মালাগাই পড়ল অবনমনে    

    ব্যবধান মাত্র ৫ বছরের। যে দলটা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছিল, তারাই কিনা পড়ল অবনমনের খড়গে! পুরো মৌসুম লা লিগার তলানিতে থাকা মালাগা শেষ পর্যন্ত নেমে যাচ্ছে দ্বিতীয় বিভাগেই। লেভান্তের কাছে ৯৩ মিনিটে গোল খেয়ে শেষ হয়ে গেলো লা লিগায় টিকে থাকা স্বপ্নটা।

     

     

    আগের মৌসুমে চতুর্থ হয়ে ২০১২ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেয়েছিল মালাগা। সেবার দারুণ চমক দেখিয়ে গ্রুপে অপরাজিত থেকে উঠেছিল দ্বিতীয় রাউন্ডে। সেখানে পোর্তোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালেও পৌঁছে গিয়েছিল তারা। কোয়ার্টারের দ্বিতীয় লেগে শেষ মুহূর্তে গোল খেয়ে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরে বিদায় নিতে হয় মালাগাকে।

    সেই মালাগাই একবার রীতিমত ধুঁকছিল লা লিগায়। ৩২ ম্যাচে মাত্র ৪ জয় ও ৫ ড্রয়ে পয়েন্ট ছিল ১৭। ২৪ ম্যাচে পরাজয়ের অনেকটাই নিশ্চিত ছিল তাদের অবনমন। লেভান্তের বিপক্ষে নির্ধারিত সময়ে গোল না খেলেও ৯৩ মিনিটে এমানুয়েল বোয়াটিংয়ের গোলে হেরে যায় মালাগা। এই মৌসুমে ইউরোপের শীর্ষ ৫ লিগের প্রথম দল হিসেবে অবনমনে পড়ল ক্লাবটি। ২০০৮ সালে দ্বিতীয় বিভাগ থেকে লা লিগায় উঠেছিল তারা।