• লা লিগা
  • " />

     

    জুভেন্টাসকে বিদায় বলছেন বুফন

    জুভেন্টাসকে বিদায় বলছেন বুফন    

    ১৭ বছর কাটিয়ে জুভেন্টাসকে বিদায় বলছেন জিয়ানলুইজি বুফন। শনিবার ঘরের মাঠে মৌসুমের শেষ ম্যাচ জুভেন্টাসের। ভেরোনার বিপক্ষে ওই ম্যাচ দিয়েই জুভেন্টাসের জার্সি খুলে রাখবেন ৪০ বছর বয়সী গোলরক্ষক। 

    ২৩ বছরের ফুটবল ক্যারিয়ারে মাত্র দুই ক্লাবের হয়ে খেলছেন বুফন। শুরুটা করেছিলেন পার্মায়, পরে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন ২০০১ সালে। বুফনকে দলে আনতে বিশ্বরেকর্ড গড়েছিল জুভেন্টাস, গোলরক্ষকদের দলবদলে সেই রেকর্ডটা এখনও অক্ষুণ্ণ আছে। ক্লাব ক্যারিয়ারে মোট ৯ সিরি আ শিরোপাসহ, ইউয়েফা কাপ, ইতালিয়ান কাপের শিরোপাও জিতেছেন বুফন। ২০০৬ সালে বিশ্বকাপ জয়টা অবশ্য বুফনের ক্যারিয়ারের সেরা অর্জন। ক্যারিয়ারের একমাত্র চ্যাম্পিয়নস লিগটাই জেতা হয়নি বুফনের। সেই আক্ষেপ থাকলো খানিকটা। তবে জুভেন্টাসের হয়ে শেষ ম্যাচে সিরি আর শিরোপা তুলে ধরবেন, তারপর বিদায় নেবেন- তাই আক্ষেপের চেয়ে বরং কী পেয়েছেন বুফনের ক্যারিয়ারে সেটাই জ্বলজ্বল করবে সবসময়।

     

     

    জুভেন্টাসকে বিদায় বললেও, ফুটবলকে এখনই বিদায় বলছেন না বুফন। তুরিনের বুড়িদের ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দুই সপ্তাহ আগে, তখন খেলা ছাড়ারই সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এরপর বেশকিছু প্রস্তাব পাওয়ায় খেলা ছাড়ার ব্যাপারটা আরেকটু সময় নিয়ে ভাবতে চান বুফন। "সপ্তাহ দুয়েক আগে যখন জুভেন্টাস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন ভেবেছিলাম খেলা ছেড়ে দেব। কিন্তু এরপর বেশকিছু প্রস্তাব এসেছে। আমার মনে হয় শনিবারের পর যখন সময় পাব হাতে, তখন আমার চূড়ান্ত সিদ্ধান্তটা নিতে পারব।"