• বাংলাদেশের ভারত সফর
  • " />

     

    আফগানিস্তানে ক্রিকেট ম্যাচে বিস্ফোরণ, নিহত ৮

    আফগানিস্তানে ক্রিকেট ম্যাচে বিস্ফোরণ, নিহত ৮    

    আফগানিস্তানের জালালাবাদের ক্রিকেট ম্যাচ লক্ষ্য করে করা বোমা হামলায় ৮ জন মারা গেছেন, আহত হয়েছেন আরও ৪৫ জন। এএফপির এক রিপোর্টে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। 

    শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে এ হামলা ঘটে, রমজান কাপের জন্য স্টেডিয়ামে আসছিলেন দর্শকরা। আক্রমণের দায় স্বীকার করেনি কোনও গ্রুপ।

    আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি শোক প্রকাশ করে বলেছেন, “পবিত্র রমজান মাসেও সন্ত্রাসীরা মানুষ হত্যা বন্ধ করছে না। জনবহুল স্টেডিয়ামে হামলা করে তারা এটাই প্রমাণ করলো, তারা ধর্ম মানে না, তারা মানবতার শত্রু।” 

    এর আগে ২০১৭ সালের সেপ্টেম্বরেও হামলার শিকার হয়েছিল ক্রিকেট ম্যাচ, কাবুলে সে হামলায় নিহত হয়েছিলেন তিনজন। 

    আগামি মাসেই নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলতে যাচ্ছে আফগানিস্তান। সহযোগি দেশ থেকে আইসিসির পূর্ণ সদস্যের মর্যাদা পেয়েছে তারা। তবে দেশের মাটিতে খেলা হয়ে ওঠেনি এখনও তাদের। প্রথম টেস্টও তারা খেলবে বেঙ্গালুরুতে। আর বাংলাদেশের সঙ্গে তাদের সিরিজ ভারতেরই দেরাদুনে।