• বাংলাদেশের ভারত সফর
  • " />

     

    মাঠের বাইরের সময়টা ভালই কেটেছে সাব্বিরের

    মাঠের বাইরের সময়টা ভালই কেটেছে সাব্বিরের    

    দর্শক পেটানোর ঘটনায় ছয় মাসের জন্য ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ থাকা সাব্বির রহমানের শাস্তির মেয়াদ শেষ হচ্ছে জুনে। মাঝে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও মিস করেছেন বিসিএল, প্রিমিয়ার লিগ। তবে সময়টা ঠিক খারাপ যায়নি এই ব্যাটসম্যানের, নিজের কাজ নিয়ে ছিলেন ভালই। আজ মিরপুরে সাব্বির বলছেন, পরের সময়টাও ভাল কাটানোর আশা করছেন তিনি। 

    “বাইরে থাকাটা সবচেয়ে বড় বিষয় না। দুইমাস বাইরে ছিলাম, বিসিএল খেলতে পারিনি, মিস করেছি। প্রিমিয়ার লিগ মিস করেছি”, তবে এ সময়টা কাজেও লাগিয়েছেন সাব্বির, “এসময় নিজের ফিটনেস নিয়ে কাজ করেছি। টেকনিকের কিছু ভুল ছিল, ওইগুলা নিয়ে কাজ করেছি। কিছু সময় বাইরে থাকাটাও ইতিবাচক মনে করি। পরিবারে সময় কাটিয়েছি। আম্মু অসুস্থ ছিল। তাদেরকে সময় দিয়েছি। ব্যক্তিগত অনুশীলন করেছি। সময়টা ভালো গেছে। আশা করি পরের কয়েকটা বছর ভালো যাবে আমার জন্যে।”

    নিদাহাস ট্রফিতে শেষ খেলেছিলেন, সাব্বির আবার মাঠের খেলায় ফিরবেন আফগানিস্তান সিরিজ দিয়ে। সাব্বির সবদিনকে নিচ্ছেন সমানভাবেই, “প্রত্যেকটা দিনই আমার জন্য চ্যালেঞ্জের। প্রত্যেকটা সুযোগ যখন আসে মনে হয় এটা আমার নতুন চ্যালেঞ্জ। এটা গ্রহণ করাই আমার কাজ। সব সময় নতুন দিন হিসেবে কাজ করি। নতুন দিন হিসাবে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করি।”

     

     

    তবে দিনশেষে সবকিছুর সমাধান হিসেবে দেখছেন রান করাটাকেই, “আত্মবিশ্বাস বড় জিনিস। রান করলে সব টেকনিক ঠিক থাকে। কোনও দোষই দোষ থাকে না। সব কাজই ঠিক থাকে। রান না করলে ভালো শটেই আউট হয়ে যাই তখন  (প্রশ্ন উঠে) টেকনিক খারাপ ইত্যাদি। হ্যাঁ টেকনিকে সমস্যা থাকতে পারে, টেম্পারমেন্টে সমস্যা থাকতে পারে। (তবে) আমার কাছে মনে হয় রানের চেয়ে বড় কিছু নেই।”

    আফগানিস্তানকে ভাল দল বললেও অভিজ্ঞতায় নিজেদেরই এগিয়ে রাখতে চান তিনি। মাঠের বাইরে ইতিবাচক মানসিকতাটাই কাজে লাগাতে চান এই সিরিজে, “তিনটা ম্যাচ ভালো কিছু করার জন্য। প্রত্যাশা হচ্ছে নিজেকে যেন ঠিকভাবে মেলে ধরতে পারি। নিজের ভালো যে কাজগুলা যেটা গত দুই মাস করেছি, এটা যেন মাঠে দেখাতে পারি এবং ইতিবাচক থাকতে পারি।”