• বাংলাদেশের ভারত সফর
  • " />

     

    চোট লুকিয়েছিলেন মুস্তাফিজ?

    চোট লুকিয়েছিলেন মুস্তাফিজ?    

    আইপিএলে পাওয়া সেই ইনজুরিটাই কাল হয়েছে তার জন্য। আফগানিস্তান সফরের জন্য রওনা হওয়ার ঠিক একদিন আগেই জানা গিয়েছিল, পায়ের পাতার চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমান। ইনজুরির পাশাপাশি মুস্তাফিজের জন্য কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলছে আরেকটি বিষয়ও। চোটের গভীরতার ব্যাপারটি দলের ফিজিওর কাছে লুকিয়েছেন তিনি, এমন অভিযোগই করলেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান।

    মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে বাঁচা মরার ম্যাচে বল ঠেকাতে গিয়েই পেয়েছিলেন আঘাত। তবে সেই আঘাত নিয়েই শনিবার প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন মুস্তাফিজ। ওই ম্যাচের পর চোট আরও গুরুতর হয়ে উঠলে আফগানদের বিপক্ষে সিরিজে দলের সাথে যেতে পারেননি। কমপক্ষে তিন সপ্তাহ লাগবে তার পুরোপুরি সুস্থ হয়ে উঠতে।

    ইনজুরির ব্যাপারটি নিয়ে লুকোচুরি খেলায় মুস্তাফিজের ওপর খানিকটা বিরক্ত আকরাম খান, ‘যখন সে ভারত থেকে ফিরল, তখন ফিজিওকে বলেছিল যে সে চোট পেয়েছে। আমরাও আইপিএলের ম্যাচের সময় সেটা দেখেছিলাম। কিন্তু সে চোটের গভীরতা নিয়ে ফিজিওকে কিছুই বলেনি, তার ব্যথা কতটুক আছে সেটাও না। এরপর সে প্রস্তুতি ম্যাচ খেলল, আমরাও দুই দিনের সময় দিলাম যেন সে সুস্থ হয়ে উঠতে পারে। ভারত যাওয়ার আগের দিন সন্ধ্যায় সে জানালো যে তার ব্যথা বেড়েছে। এরপর স্ক্যান করে দেখা গেলো সেখানে চিড় ধরেছে।’

    মুস্তাফিজের এরকম আচরণ ওপরেও প্রভাব ফেলবে বলে মনে করেন আকরাম খান, ‘এরকম ঘটনা দলের আত্মবিশ্বাসের ওপরে প্রভাব ফেলে। সে দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য। বোর্ড পরিচালক ও নির্বাচকদের উপস্থিতিতে আমি তার সাথে কথা বলেছি। আমি পরিচালকদের এই ব্যাপারে রিপোর্ট দিবো। ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে আমাদের আলোচনা করার সময় এসেছে। এটা নিয়ে সবাইকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে।’