• বাংলাদেশের ভারত সফর
  • " />

     

    'চোটের কথা মুস্তাফিজ শেষ দিন বলায় একটু সমস্যা হয়েছে'

    'চোটের কথা মুস্তাফিজ শেষ দিন বলায় একটু সমস্যা হয়েছে'    

    মুস্তাফিজুর রহমানের চোট নিয়ে কয়েক দিন ধরেই চলছে ধোঁয়াশা। আইপিএলের ফাইনালে পায়ের পাতায় চোট পেয়েছিলেন, এরপর ওই চোট নিয়েই তো অনুশীলন ম্যাচ খেললেন। কিন্তু যাওয়ার আগের দিন এমনই তীব্র ব্যথা, আর দলের সঙ্গে যেতেই পারলেন না। এক্সরে করে দেখা গেল, চিড় ধরেছে হাড়ে, সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ লাগবে। কিন্তু এই চোটের কথা কি মুস্তাফিজ আগে বলেননি? 


     আজ দেরাদুন যাওয়ার আগেবিমানবন্দরে প্রশ্নটা উঠল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের দিকেও। তিনি একরকম স্বীকারই করে নিলেন, মুস্তাফিজ চোটের কথা আগে বলেননি, ‘মুস্তাফিজের শেষ ম্যাচে ইনজুরি হয়েছে। এরপর মুম্বাইয়ের ফিজিও ওকে নিয়ে কোনো আপডেট দেয়নি। এখানে আসার পর ২৬ তারিখ ও কিন্তু ম্যাচ খেলেছে। তারপরের দিনও কিন্তু ও কোনো আপডেট দেয়নি। সেই হিসেবে যাওয়ার ঠিক আগের দিন বলাতে একটু সমস্যা হয়ে গেছে। এখন ইনজুরি হয়েছে এখন তো আর কিছু করার নেই। চিড় ধরা পড়েছে। তিন সপ্তাহের মধ্যে হয়ত ফিট হতে পারে।’


    চোট বুঝে না পারার জন্য দায়টা শেষ পর্যন্ত কার ঘাড়ে যাবে, সেটা একটা প্রশ্ন। তবে আপাতত মুস্তাফিজকে ছাড়াই পরিকল্পনা করতে হচ্ছে, এটাই সত্যি। সাকিব আল হাসানও যেমন দেরাদুনের উদ্দেশে যাত্রার আগে বিমানবন্দরে স্বীকার করে গেলেন, ‘স্বাভাবিকভাবে একটু সমস্যা হবে। আমাদের দলের বেস্ট টি-টোয়েন্টি বোলার। স্বাভাবিকভাবেই আমাদের জন্য একটু ডিফিকাল্ট। এটা কিন্তু আরেকটা সুযোগ অন্য বোলারদের, অন্য আরেকজন খেলোয়াড়ের। যার জন্য সুযোগটি হবে সে যেন ভালোভাবে কাজে লাগাতে পারে…সেটাও তার জন্য বড় সুযোগ বলে আমি মনে করি।’ মিনহাজুলের কন্ঠেও হতাশাটা টের পাওয়া গেল, ‘অবশ্যই ওকে মিস করবো। ও আমাদের রেগুলার বোলার শর্টার ফরম্যাটে। মাত্রই আ্ইপিএল খেলে এসেছিল। ওখানকার অভিজ্ঞতা কিছুটা হলেও কাজে লাগাতে পারত। সেটা মিস করবো। তারপরও আমাদের খেলোয়াড়রা ভালো অবস্থানে অছে। আমরা গতকাল ওখানে অনুশীলনও করেছি। আশা করি আমরা এ সিরিজটা ভালো করব।’


    মুস্তাফিজের বদলে দেরাদুনে যাচ্ছেন পেস বোলিং অলরাউন্ডার আবুল হাসান রাজু। তাঁকে নেওয়ার কারণও ব্যাখ্যা করলেন মিনহাজুল, ‘আমরা যখন দল ঘোষণা করেছিলাম তখনই তাকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল। আমরা ওকে সাথেই রেখেছি। আমাদের প্লান ছিল যদি কোনো ফাস্ট বোলার ইনজুরিতে পরে তাহলে ওকে আমরা সাথে সাথে রিপ্লেস করতে পারব। ও স্লোয়ারটা ভালো করতে পারে। আইপিএলে উইকেট গুলোতে দেখেছি যথেস্ট ঘাস থাকে। সেই অবস্থা থেকে ওই বিবেচনায় ওকে আমরা নিয়েছি।’


    উইকেট নিয়ে যা শুনেছেন, মিনহাজুল তাতে মনে করছেন বাংলাদেশের জন্য ভালো একটা সুযোগ, ‘কালতো প্রথম দিন অনুশীলন করলো। ওরা যেটা বুঝেছে উইকেটে একটু বাউন্স থাকবে। আফগানিস্তান দলও কিন্তু ওখানে পুরোপুরি ইউজড টু না। ওখানে শুধু অনুশীলন করে যাচ্ছে। ম্যাচ খেলেনি। দিন শেষে যারা ভালো খেলবে ম্যাচ তাদের দিকেই যাবে। আমি বিশ্বাস করি…শেষ টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিদাহাস ট্রফিতে আমরা ভালো খেলেছি। এখানেও আমরা ভালো খেলব আশা করি।’