• বাংলাদেশের ভারত সফর
  • " />

     

    মুস্তাফিজের ইনজুরিতে ওয়ালশের হতাশা

    মুস্তাফিজের ইনজুরিতে ওয়ালশের হতাশা    

     

    আফগানিস্তান সিরিজের আগে প্রস্তুতি ম্যাচও খেলেছিলেন তিনি। বাংলাদেশ দল ভারতে উড়াল দেওয়ার ঠিক আগেরদিন জানা গেলো, আইপিএলে পাওয়া ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমান। দেরাদুনের টি-টোয়েন্টি সিরিজের আগে মুস্তাফিজের এমন ইনজুরিতে রীতিমত হতাশ দলের ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশ।

    বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছিলেন, মুস্তাফিজ নিজের চোটের গভীরতার ব্যাপারে লুকিয়েছিলেন বোর্ডের কাছে। আকরাম খানের মতো এই ব্যাপারে জানতেন না ওয়ালশও, ‘আমরা তার ইনজুরি নিয়ে কিছুই জানতাম না। আসলে ইনজুরি নিয়ে আমাদের কিছুই করার নেই। হতাশাটা আসলে ঠিক ইনজুরি নিয়ে নয়, সে দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য। আমরা তাকে কিছুটা হলেও মিস করবো। কিন্তু এটা অন্যদের জন্য একটা সুযোগ। যদি আমরা তার ইনজুরির ব্যাপারে জানতাম, তাহলে কিছু করতে পারি আর না পারি, তাকে প্রস্তুতি ম্যাচে কিছুতেই খেলতে দিতাম না।’

     

     

    এই নিয়ে দ্বিতীয়বার আইপিএল থেকে ইনজুরি নিয়ে ফিরেছেন মুস্তাফিজ। ওয়ালশ বলছেন, মুস্তাফিজকে যতটা সম্ভব ফিট রাখাই তাদের লক্ষ্য, ‘এটা আমাদের জন্য অবশ্যই চিন্তার বিষয়। দ্বিতীয়বার সে আইপিএলে থেকে ইনজুরি নিয়ে ফিরেছে। এসব ব্যাপার আমাদের আরও ভালমতো খতিয়ে দেখতে হবে। দুঃখজনক হলে সত্যি, মাঠে নামলেই ইনজুরিতে পড়ার সুযোগ থাকে। যেহেতু সে তরুণ, তাকে যতটা সম্ভব ফিট রাখার চেষ্টা করতে হবে। সে যেন নিজের প্রতিভার পুরোটা কাজে লাগিয়ে বোলিং করতে পারে সেটার জন্যই কাজ করতে হবে।’

    ফিটনেস ধরে রাখার ব্যাপারে বোর্ডের চেয়ে ক্রিকেটারদেরই বেশি সতর্ক হতে হবে বলে মানছেন ওয়ালশ, ‘ক্রিকেটারদের বিশ্রামের ব্যাপারে অনেক কথা হয়। মুস্তাফিজকে নিয়েও আমরা এই ব্যাপারে কাজ করি। আইপিএলে অনেকগুলো ম্যাচ খেলেছে সে। প্রতিনিয়তই ক্রিকেটারদের ফিটনেস নিয়ে পর্যবেক্ষণ করা হয়। কিন্তু দিনশেষে তাদের নিজেদেরই এই ব্যাপারে দায়িত্বশীল হতে হবে। ইনজুরি নিয়ে আমাদের কিছুই করার নেই। যদি একবার ইনজুরিতে পড়েন, তাহলে আপনাকেই সেটা ঠিক করে ফিট হতে হবে।’