• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
  • " />

     

    নিজেদের ওপর ভরসা রাখতে বললেন তামিম

    নিজেদের ওপর ভরসা রাখতে বললেন তামিম    

    প্রথম ইনিংসের সেই বিপর্যয় অন্যদের মতো আশা করেননি তিনিও। মাত্র ১৮.৫ ওভার খেলে ৪৩ রানে গুটিয়ে যাওয়ার ধাক্কাটা পুরো ম্যাচেই আর কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ, ম্যাচ হেরেছে এক ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে। এমন হারের পরেও তামিম ইকবাল বলছেন, দলের সবাই যেন সিরিজের বাকি সময়টায় নিজেদের ওপর ভরসা রাখে।

    নিজেদের ব্যাটিংয়ে নিজেই স্তম্ভিত হয়ে গিয়েছিলেন তামিম, ‘অন্যদের মতো আমরাও এরকম ব্যাটিংয়ে স্তম্ভিত ছিলাম। আমরা জানি এর চেয়ে অনেক ভালো পারফর্ম করার যোগ্যতা আমাদের আছে। আমরা কোনো যুক্তি দেখাতে চাই না। নিজেদের ভুলগুলো আমরা জানি। এরকম পারফরম্যান্স কখনোই কাম্য নয়।’

     

     

    সিরিজে ফিরতে হলে আত্মবিশ্বাস হারালে চলবে না বাংলাদেশের, মনে করিয়ে দিলেন তামিম, ‘এমন হারের পর আত্মবিশ্বাসের ঘাটতি আসাটাই স্বাভাবিক। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজেদের ওপর ভরসা রাখা। কঠিন কন্ডিশনে ভালো পারফর্ম করাই সবার লক্ষ্য। আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমরা প্রতিপক্ষের চেয়ে ভালো খেলতে পারি। সেটা ব্যক্তিগত হোক কিংবা দলগত ভাবেই।’

    প্রথম টেস্টে বাংলাদেশের প্রাপ্তি বলতে ছিল নুরুল হাসান সোহানের সেই ইনিংসটিই। সোহানের দ্বিতীয় ইনিংসে খেলা সেই ৭৪ বলে ৬৪ রানের ইনিংসেই আশার আলো দেখছেন তামিম, ‘সোহান যেভাবে রুবেলদের নিয়ে ব্যাটিং করেছে, এটাই প্রমাণ করে যে আমরা উইকেটে থেকে বড় ইনিংস খেলতে পারি। এটাই করতে হবে দ্বিতীয় টেস্টে।’

    আগামী ১২ জুলাই জ্যামাইকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।