• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
  • " />

     

    জিম্বাবুয়ে সিরিজ এগিয়ে আনতে চায় বিসিবি

    জিম্বাবুয়ে সিরিজ এগিয়ে আনতে চায় বিসিবি    

    ২০১৯ সালের জানুয়ারিতে বাংলাদেশে আসার কথা ছিল জিম্বাবুয়ের। তবে সে সফরটা এ বছরের অক্টোবরে এগিয়ে আনতে চাইছে বিসিবি, ইএসপিএনক্রিকইনফো বলছে এমনই। দুইটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার ব্যাপারে আলোচনা চলছে বিসিবি ও জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে। 

    অক্টোবরে হওয়ার কথা ছিল বিপিএল। তবে জাতীয় নির্বাচনের জন্য সেটা জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। এ সময়টাতেই জিম্বাবুয়েকে চাইছে বিসিবি। 

    “নতুন সূচির ব্যাপারে নীতিগত ভাবে একমত হয়েছে দুই বোর্ড”, বলেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি, “আমরা এই পরিবর্তনটা চাইছি, কারণ জানুয়ারি পর্যন্ত বিপিএল স্থগিত করতে হয়েছে। সে সময়ই জিম্বাবুয়ে সিরিজ হওয়ার কথা। অবশ্য সিরিজের ব্যাপারে এখনও কিছু বিষয়ে বিস্তারিত কাজ করতে হবে।” 

     

     

    অবশ্য অন্তত অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত জিম্বাবুয়ের দক্ষিণ আফ্রিকা সফর। এর পরপরই বাংলাদেশে আসতে পারে তারা। ২০১৪ সালে বাংলাদেশে এসে শেষ টেস্ট সিরিজ খেলেছে জিম্বাবুয়ে।