• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
  • " />

     

    জ্যামাইকায় শফিউলকে পাচ্ছে না বাংলাদেশ

    জ্যামাইকায় শফিউলকে পাচ্ছে না বাংলাদেশ    

    অনুশীলন ম্যাচে খারাপ করেননি, দুই উইকেট পেয়েছিলেন। প্রথম টেস্টে একাদশে ছিলেন না, তবে রুবেলদের হতশ্রী বোলিংয়ের পর হয়তো একটা সুযোগ মিলতেও মারত। শফিউল ইসলামের দুর্ভাগ্য, দ্বিতীয় টেস্টে থাকার সুযোগটা হাতছড়া হয়ে গেল তাঁর। অনুশীলনে অ্যাঙ্কলে চোট পাওয়ায় আজ থেকে শুরু জ্যামাইকার স্যাবাইনা পার্ক টেস্টে খেলা হচ্ছে না শফিউলের।

     

     

    ওয়েস্ট ইন্ডিজ থেকে বাংলাদেশ দলের ফিজিও থিহান চন্দ্রমোহন জানিয়েছেন, অনুশীলন করতে গিয়ে শফিউল যে চোট পেয়েছেন সেটা গ্রেড থ্রি টাইপের। এই ধরনের লিগামেন্টের চোট থেকে সেরে উঠতে তিন থেকে ছয় সপ্তাহ সময় লাগে। যার মানে এই সিরিজে আর খেলা হচ্ছে না শফিউলের। তবে এখনই দেশে ফিরছেন না। দ্বিতীয় টেস্ট পর্যন্ত দলের সঙ্গে থাকবেন, এরপর ব্যথা কমলে একেবারে দলের সঙ্গেই ফিরবেন দেশে।