• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
  • " />

     

    মাশরাফিদের বিপক্ষে ফিরলেন রাসেল

    মাশরাফিদের বিপক্ষে ফিরলেন রাসেল    

    সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন সেই ২০১৫ সালের নভেম্বরে। এরপর চোটের জন্য ছিটকে গিয়েছিলেন, আর গত বছর তো ডোপ পাপের নিষেধাজ্ঞায় খেলতেই পারেননি। অবশেষে আবার বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ফিরছেন আন্দ্রে রাসেল, ২২ জুলাই থেকে শুরু সিরিজের জন্য দলে রাখা হয়েছে তাঁকে।

    সর্বশেষ জিম্বাবুইয়েতে খেলা বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে বেশ কয়েকটি পরিবর্তন আছে ওয়েস্ট ইন্ডিজে। রাসেল তো আছেনই, দলে এসেছেন আলজারি জোসেফ, কাইরন পাওয়েলরা। আর বাছাইয়ে খেলা দল থেকে বাদ পড়েছেন মারলন স্যামুয়েলস, কার্লোস ব্রাথওয়েট, নিকিতা মিলার, শেলডন কটরেল ও কেসরিক উইলিয়ামস।

     

     

    ২০১৯ বিশ্বকাপের জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। তার আগে পরখ করে দেখা হচ্ছে বেশ কয়েকজনকে। আর চোট থেকে সেরে উঠতে থাকা কেমার রোচকে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। চোটের জন্য দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি রোচ।

    ওয়েস্ট ইন্ডিজ দল

    জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রিস গেইল, শিমরন হেটমেয়ার, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলি নার্স, কিমু পল, কাইরন পাওয়ল, রভমান পাওয়েল, আন্দ্রে রাসেল।