• " />

     

    সুপার কাপে নেই নেইমার

    সুপার কাপে নেই নেইমার    

    দুই সপ্তাহের জন্য ছিটকে গেলেন বার্সা স্ট্রাইকার নেইমার। তিনি মাম্পস রোগে আক্রান্ত হয়েছেন বলে ক্লাব থেকে জানানো হয়েছে। ফলে ইউরোপিয়ান সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপে খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান অধিনায়কের। ক্লাবের মেডিকেল স্টাফ জানান যে  টিকা নেয়া সত্ত্বেও নেইমার মাম্পস আক্রান্ত হয়েছেন। তাঁর সুস্থ হয়ে ফেরার জন্য অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।

     

    দলের বাইরে থাকাতে নেইমার মঙ্গলবার জর্জিয়াতে অনুষ্ঠিত ইউরোপিয়ান সুপার কাপে সেভিয়ার বিপক্ষে খেলতে পারবেন না। তাছাড়া স্প্যানিশ সুপার কাপে ১৪ ও ১৭ আগস্টে দুই লেগেই নেইমারকে ছাড়াই লুইজ এনরিকের দলকে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে খেলতে হবে।

     

    তাছাড়া নেইমার ২৩ আগস্ট থেকে শুরু হওয়া লা লীগার প্রথম ম্যাচটাও মিস করতে পারেন বলে আশংকা রয়েছে। গত মৌসুমে ৩৯ গোল করে বার্সার ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নেইমার।