• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
  • " />

     

    হারের জন্য ব্যাটসম্যানদের দুষলেন সাকিব

    হারের জন্য ব্যাটসম্যানদের দুষলেন সাকিব    

     

    মুস্তাফিজের সেই জোড়া উইকেট মেডেন স্বপ্ন দেখাচ্ছিল। আন্দ্রে রাসেল ও রোভম্যান পাওয়েল ঝড়ে সেই স্বপ্নটা শুধু স্বপ্নই থেকে গেল। প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। হারের পর সাকিব বলছেন, ব্যাটিংয়ের সময় প্রয়োজনীয় কোনো গতি পায়নি বলেই হেরেছে বাংলাদেশ।

    ব্যাটিংয়ে নেমে প্রথম ১০ ওভারেই ফেরেন টপ অর্ডারের ৫ ব্যাটসম্যান। সেই ধাক্কাটা আর কাটিয়ে উঠতে পারেন বাংলাদেশ, মানছেন সাকিব, ‘আমার মনে হয় আমরা শুরুতে উইকেট হারিয়েছি, এটা ছিল একটা সমস্যা। যে গতিটা আমাদের দরকার ছিল সেটা আমরা কখনোই পাইনি। প্রথম ১০ ওভারের মধ্যেই আমরা ৫ উইকেট হারিয়ে ফেলি। সেখান থেকে ফিরে আসা ছিল খুবই কঠিন।আমরা ১১ ওভারে ১০০ তুললেও ৫ উইকেট হারিয়ে ফেলি, ওখান থেকে আসলে ফিরে আসা কঠিন। যদি না আপনার দলে রাসেলের মতো যে একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। পাওয়ারপ্লের শেষ ওভারে আমরা উইকেট হারিয়েছি। রিয়াদ ভাই ও মুশফিক ভাইয়ের জুটিটাও খুব গুরুত্বপূর্ণ সময়ে ভেঙেছে। এভাবে উইকেট হারানোয় আমাদের স্কোরটা বড় হয়নি।’

    বোলাররা শুরুতে কিছুটা আশা দেখালেও রাসেল-পাওয়েল ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিতে না পারার হতাশা ঝড়ল সাকিবের কণ্ঠে, ‘১৮০ না হোক, ১৭০ আপনাকে করতেই হবে। সেই হিসেবে রান কম হয়ে গেছে। তারপরও আমার মনে হয় আমরা খারাপ বল করিনি। ওদের দলে যেরকম পাওয়ার হিটার, আমাদের উইকেট নিতে থাকতেই হবে। এরকম উইকেটে আসলে ৯১ রান ডিফেন্ড করা কঠিন। ওদের কয়েকজন মানসম্পন্ন টি-টোয়েন্টি ব্যাটসম্যান আছে। ওদের বিপক্ষে জিততে হলে আপনাকে উইকেট নিতেই থাকতে হবে।’

    সিরিজের বাকি আরও দুই ম্যাচ। ফ্লোরিডায় শেষ দুই ম্যাচ জিতেই ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজ জিততে চান সাকিব, ‘সিরিজে ঘুরে দাঁড়াতে হলে আমাদের নিজেদের সেরা পর্যায়ে থাকতে হবে। আমরা পরের দুটি ম্যাচ নতুন ভেন্যুতে খেলবো। আশা করি, সেই ভেন্যু আমাদের সঙ্গে মানানসই হবে। আমাদের এখন পরের দুটি ম্যাচের দিকে তাকাতে হবে।’

    আগামী ৫ আগস্ট ফ্লোরিডায় হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।