• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
  • " />

     

    বিশ্বাস ছিল ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতব: সাকিব

    বিশ্বাস ছিল ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতব: সাকিব    

    প্রথম ম্যাচে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত জেতা হয়নি। বাংলাদেশের ভাগ্যটা খুলল ফ্লোরিডায় এসেই। টানা দুই ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে উল্লাস ভাসল সাকিব আল হাসানের দল। ম্যাচ শেষে সাকিব বলছেন, দলের সবাই প্রথম ম্যাচের পর ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল।

    টি-টোয়েন্টিতে বরাবরই বাংলাদেশের রেকর্ডটা একটু খারাপ। প্রথম ম্যাচ হেরে এবারো চোখ রাঙ্গানি দিচ্ছিল সিরিজ পরাজয়। তবে শেষ দুই ম্যাচে দারুণ দুই জয় বদলে দিয়েছে সবকিছুই। সাকিব বলছেন, আত্মবিশ্বাসেই এসেছে এই জয়, ‘প্রথম ম্যাচ হারার পর এমন জয় দারুণ একটা ব্যাপার। সবাই বিশ্বাস রেখেছিল যে আমরা সিরিজে ঘুরে দাঁড়াতে পারব। সবাই দুর্দান্ত ক্রিকেট খেলেছে, আশা করি এটা ভবিষ্যতেও বজায় থাকবে। টি-টোয়েন্টিতে আমাদের রেকর্ড ভালো না, এই জয় আমাদের অনেক আত্মবিশ্বাস জোগাবে। আমরা ২০১৫ সাল থেকে ওয়ানডেতে ভালো করছি, কঠিন মুহূর্তে ভালো খেলে ম্যাচ জিতেছিল। এটা টেস্ট ও টি-টোয়েন্টিতেও নিয়মিতভাবে করতে হবে।’

    ফ্লোরিডায় আসার আগে সাকিব বলেছিলেন, দর্শক হবে বাংলাদেশের অন্যতম শক্তি, হয়েছেও সেটাই। আগের ম্যাচের মতো আজও বাংলাদেশি সমর্থকের রাজত্ব ছিল স্টেডিয়ামে। তারা দ্বাদশ ক্রিকেটারের ভূমিকা পালন করেছেন বলেই জানান সাকিব, ‘অনেক বাংলাদেশি মাঠে ছিলেন। তারা যেভাবে সমর্থন জানিয়েছেন আমাদের, মনেই হয়নি দেশের বাইরে আছি! তারা তো দ্বাদশ ক্রিকেটারের ভূমিকা পালন করেছেন!’