• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
  • " />

     

    ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরে 'খুবই সন্তুষ্ট' সাকিব

    ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরে 'খুবই সন্তুষ্ট' সাকিব    

    টেস্ট সিরিজটা ভালো কাটেনি। কিন্তু সেই হতাশা ভুলে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। দেশে ফিরে সাকিব আল হাসান বলছেন, ওয়েস্ট ইন্ডিজ সফরটা সফল হয়েছে দলের জন্য।

    টেস্ট সিরিজ হারের ব্যর্থতার পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট সাকিব, ‘সব মিলিয়ে বলতে গেলে এই সফরটা সফল বলতে হবে, তিনটা ট্রফির মধ্যে দুইটা জিতেছি। দেশের বাইরে তো এরকম ফলাফল আমরা করি না সাধারণত। খুবই সন্তুষ্ট আমি। নিজের পারফরম্যান্স নিয়ে অবশ্যই খুশি। হয়তো আরও অবদান রাখতে পারলে আরও ভাল হতো। সব মিলিয়ে যে ধরনের পারফরম্যান্স হয়েছে তা নিয়ে খুবই আনন্দিত।’

    তামিমের মতো সিনিয়রদের পারফরম্যান্সে ওয়ানডে-টি-টোয়েন্টি সিরিজে জয় এসেছে। জুনিয়রদের মাঝে সেরকম কেউ জ্বলে উঠতে পারেননি। এ নিয়ে অবশ্য খুব বেশি হতাশ নন সাকিব, ‘ আমরা ব্যাট করি উপরের দিকে। ব্যাট করার সুযোগটা বেশি পাই, স্বাভাবিকভাবে অবদান রাখার সুযোগ আমাদেরই থাকবে এবং আমাদেরই করা উচিত। সে কারণে আমাদের কন্ট্রিবিউশনের পারসেন্টেজ বেশি হয়।’

    সামনেই এশিয়া কাপ। ওয়েস্ট ইন্ডিজ সফরের সাফল্য এই টুর্নামেন্টে অনুপ্রেরণা জোগাবে বলেই বিশ্বাস সাকিবের, ‘আসলে সবার আত্মবিশ্বাস অনেক উঁচুতে। বিশেষ করে এরকম একটা ভালো সিরিজের পর আমি বিশ্বাস করি এখান থেকে হয়ত নতুন কিছু করার দিকে চিন্তা করতে পারি। যেটা আমাদের সামনে এশিয়া কাপে অনেক কাজে দেবে।’