• আন্তর্জাতিক ফুটবল
  • " />

     

    নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আইসিইউতে রোনালদো

    নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আইসিইউতে রোনালদো    

    অতিরিক্ত ওজনের জন্য থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন অনেক দিন থেকেই। তবে এবারের অসুস্থতাটা অনেক বেশি গুরুতর। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্রে) ভর্তি করতে হয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোকে। ইবিজার এক হাসপাতালে আপাতত চিকিৎসাধীন আছেন। আশার কথা, আপাতত অবস্থা স্থিতিশীল আছে তাঁর।

    স্পেনের ইবিজায় প্রায়ই যান রোনালদো। সেখানে তাঁর একটা বাড়িও আছে। এবার ছুটি কাটাতে গিয়েই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। গত শুক্রবার বিকেলে তাঁকে নিয়ে যাওয়ায় হয় সান মিমেস হাসপাতালে। সেখান থেকে পরে স্থানান্তরিত করা হয় অন্য একটা হাসপাতালে। আপাতত নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন রোনালদো, সেখানে তাঁকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। এই মুহূর্তে অবস্থা স্থিতিশীল আছে, আপাতত শঙ্কার খুব বেশি কারণ নেই বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

    সর্বকালের অন্যতম সেরা এই স্ট্রাইকার খেলা ছাড়ার পর জড়িয়ে আছেন ফুটবলের সঙ্গে। রাশিয়া বিশ্বকাপেও তাঁকে নিয়মিত দেখা গেছে মাঠে, ছিলেন শুভেচ্ছাদূতও।