খেলার সঙ্গে বেঁধেছি তোমারও প্রাণ

শোয়েব মালিক ও সানিয়া মির্জা
আজন্ম শত্রু দুই দেশের দুই তারকা ক্রীড়াবিদ তাঁরা। ভারত-পাকিস্তান বৈরিতার ‘সুনাম’ দুনিয়াজোড়াই। তবে শোয়েব-সানিয়ার রসায়ন একটু হলেও উষ্ণতা ছড়িয়েছে কাঁটাতারের দু’ পাশেই। ২০১৫ সালে দুর্দান্ত কামব্যাকের পর পাকিস্তান ক্রিকেট দলে শোয়েব মালিক এখন অপরিহার্য এক নাম। ওদিকে সানিয়ার টেনিস র্যাকেট ভারতকে গর্বের উপলক্ষ এনে দিচ্ছে এখনও।