• বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট
  • " />

     

    মাগুরা, গাইবান্ধা ও হবিগঞ্জে শিরোপা নির্ধারণী দিন

     

    প্রাইম ব্যাংক প্রেজেন্টস বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটে হবিগঞ্জ জেলায় চ্যাম্পিয়ন হয়েছে জে.কে অ্যান্ড এইচ.কে হাই স্কুল। ফাইনালে তারা নুরপুর হাই স্কুলকে ৬ উইকেটে হারিয়েছে। শুরুতে ব্যাট করতে নেমে নুরপুর হাই স্কুল ৩৪ ওভারে অলআউট হয় ১২০ রানে। রাকিব করে সর্বোচ্চ ৩২ রান। এইচকে স্কুলের সৌরভ ১০ রানে নেয় ৪ উইকেট, ২১ রানে ৩ উইকেট নেয় রনি মিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১৬.২ ওভারে ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় জে.কে অ্যান্ড এইচ.কে হাই স্কুল। ৫৫ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছে শাকিল। সৌরভ করেছে ২৭ রান।

    দিনের অন্য ফাইনালে গাইবান্ধা জেলায় চ্যাম্পিয়ন গাইবান্ধা ইসলামিয়া হাই স্কুল। ফাইনালে তারা ৮ উইকেটে হারিয়েছে মহিমাগঞ্জ হাই স্কুলকে। শুরুতে ব্যাট করতে নেমে ২৯.১ ওভারে ৯৩ রানে অলআউট হয়ে গেছে মহিমাগঞ্জ হাই স্কুল। ইসলামিয়া স্কুলের মাহমুদউল্লাহ মাহি ৮ রানে নিয়েছে ৫ উইকেট। জবাবে ১৩.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৪ রান তুলে জয় পেয়েছে ইসলামিয়া হাই স্কুল। রোহান ৫৪ বলে করেছে ৫২ রান। ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছে মাহি।

    দিনের তৃতীয় মাগুরা জেলা পর্যায়ের শিরোপা জিতেছে মাগুরা কালেক্টরেট কলিজিয়েট হাই স্কুল। জেলার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামের ফাইনালে মাগুরা সরকারী উচ্চ বিদ্যালয়কে ৩ উইকেটে হারিয়েছে তারা। শুরুতে ব্যাট করতে নেমে মাগুরা সরকারি হাই স্কুল ৩৫ ওভারে অলআউট হয় ৮৮ রানে। খালিদ করেছে সর্বোচ্চ ৩৭, কলিজিয়েট স্কুলের রায়হান মুন্সি ৯ রানে নিয়েছে ৪ উইকেট। জবাবে কলিজিয়েটও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। শেষ পর্যন্ত ২৪.১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় পেয়ে যায় তারা। ৫২ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংসের জন্য কলিজিয়েট স্কুলের জিসান হয়েছে ম্যাচসেরা।