• বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট
  • " />

     

    মৌলভীবাজারে চ্যাম্পিয়ন সরকারী বালক স্কুল, লক্ষ্মীপুরে কলেজিয়েট স্কুলের রুদ্ধশ্বাস জয়

    প্রাইম ব্যাংক প্রেজেন্টস বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটে মৌলভিবাজার জেলা পর্যায় ফাইনাল শিরোপা জিতেছে মৌলভিবাজার সরকারী বালক উচ্চ বিদ্যালয়। ফাইনালে ভিক্টোরিয়া হাই স্কুলকে ১৬৩ রানে হারিয়েছে তারা। শুরুতে ব্যাট করে মৌলভীবাজার সরকারী বালক উচ্চ বিদ্যালয় ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলেছে ২৬৫ রান। সর্বোচ্চ ৬৫ রান করেছে ডালিম। জবাবে ভিক্টোরিয়া হাই স্কুল অলআউট অলআউট হয়ে যায় ১০২ রানে। রিফাত নিয়েছে ৩ উইকেট।  ফাইনাল শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন মৌলভিবাজার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নাজিয়া শিরিন। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থা ও পৃষ্ঠপোষক প্রাইম ব্যাংক লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

    পঞ্চগড় জেলায় শিরোপা জিতেছে বি.পি. সরকারি বালক উচ্চ বিদ্যালয়। বুধবার ফাইনালে তারা কালেক্টরেট হাই স্কুলকে ৬ উইকেটে হারিয়েছে। শুরুতে ব্যাট করে কালেক্টরেট হাই স্কুল ২৭ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছে ১৪৫ রান। ৭২ বলে ৫৯ রান করেছে মাহিন। জবাবে বি.পি. সরকারি বালক উচ্চ বিদ্যালয় ২৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে পৌঁছে যায় লক্ষ্যে। ৪৮ রান করে শুভ হয়েছে ম্যাচসেরা।

    লক্ষীপুর জেলা পর্যায়ে শিরোপা জিতেছে লক্ষীপুর কলেজিয়েট স্কুল।। লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামের ফাইনালে আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়কে ৭ রানে হারিয়েছে তারা। শুরুতে ব্যাট করে লক্ষীপুর কলেজিয়েট হাই স্কুল ৯ উইকেট হারিয়ে করেছে ১০১ রান। জবাবে লক্ষীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় অলআউট হয়ে গেছে ৯৪ রানে।
    ফাইনাল শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অঞ্জন চন্দ্র পাল, জেলা প্রশাসক লক্ষীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.এ এইচ এম কামরুজ্জামান, (পুলিশ সুপার লক্ষীপুর), এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ( সাধারণ সম্পাদক) জেলা ক্রীড়া সংস্থা লক্ষীপুর।

    কুষ্টিয়া জেলা পর্যায়ের ম্যাচে ১ রানের নাটকীয় জয় পেয়েছে পুলিশ লাইন্স স্কুল। ওদিকে মেহেরপুর জেলা পর্যায়ের ম্যাচে দিয়ানের বোলিং নৈপুন্যে আলিয়া মাদ্রাসাকে ১১০ রানে হারিয়েছে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়।