• ফুটবল

এস্তাতুয়া দো রুই পাত্রিসিও

পোস্টটি ২৬০৫ বার পঠিত হয়েছে
'আউটফিল্ড’ একটি কমিউনিটি ব্লগ। এখানে প্রকাশিত সব লেখা-মন্তব্য-ছবি-ভিডিও প্যাভিলিয়ন পাঠকরা স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে করে থাকেন; তাই এসবের সম্পূর্ণ স্বত্ব এবং দায়দায়িত্ব লেখক ও মন্তব্য প্রকাশকারীর নিজের। কোনো ব্যবহারকারীর মতামত বা ছবি-ভিডিওর কপিরাইট লঙ্ঘনের জন্য প্যাভিলিয়ন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ব্লগের নীতিমালা ভঙ্গ হলেই কেবল সেই অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।

 DAdJScSXoAAjQY0পর্তুগীজ রা তাদের হিরোদের প্রাপ্য সম্মান জানাতে কখনোই পেছপা হয় না। এইতো কয়েক মাস আগেই ক্রিস্টিয়ানো রোনালদো'র নামে তার হোম টাউন মাদেইরার এয়ারপোর্ট এর নামকরণ করা হল। সেখানে তার একটি আবক্ষ মূর্তিও শোভা পায় । তেমনি ভাবে তাদের ইউরো'১৬ জয়ী গোলকিপার রুই পাত্রিসিওর সম্মানার্থে তার হোম টাউন লিরিয়া তে স্থাপিত হল একটি অসাধারণ স্ট্যাচু।w768xh576_GettyImages-545872526

অতিরিক্ত সময়ের ১৮ তম মিনিটে তরুণ এডারের গোল টি পর্তুগীজদের প্রথম ইউরো জয় নিশ্চিত করলেও পুরো ম্যাচে পাত্রিসিওর অবদানও ছিল অসামান্য।ফ্রান্সের অপ্রতিরোধ্য গ্রিযম্যানের একটি নিশ্চিত হেডার ম্যাচের নবম মিনিটে ঠেকিয়ে দেন তিনি ।ঠিক সেই সময়েই তার অবস্থানের আদলে তৈরি করা হয়েছে স্ট্যাচু টি।বাম হাত উঁচু করে বারের উপর তুলে দিয়ে বাঁচিয়ে দিচ্ছেন শট টি। বেঁচে গেল পর্তুগাল ও।ম্যাচের মাঝামাঝি সময়ে  তাদের কাপ্তান এবং সবচেয়ে নির্ভরতার মানুষটি ইঞ্জুরড হয়ে চলে যান মাঠ থেকে।কিন্তু তাও শেষমেশ জয় ছিনিয়ে আনে পর্তুগাল বাকিদের এরকম লড়াকু মনোভাবের কারণেই। DASiD2gXgAA5EiL

পর্তুগীজ ন্যাশনাল ফুটবল টিম তাদের ইউরো ট্রফি টি সারা দেশে ট্যুরের মাধ্যমে জনসাধারণের কাছে প্রদর্শন করছে।আজ সেই ট্যুরটি ছিল লিরিয়া তে। রুই পাত্রিসিও তার স্ট্যাচু টির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি ট্রফি দেখতে আসা  ভক্তদের সাথেও দেখা করেন।123545901-f5764163-7072-4d8c-b86b-b26e70998ff1

স্ট্যাচুটি দেখতে খুবই মনোরম।মাদেইরা এয়ারপোর্ট এ রোনালদো'র মূর্তিটিও যদি একি স্কাল্পটর দিয়ে বানানো হত তাহলেও খারাপ হতো বলে মনে হয় না। পরিশেষে পর্তুগীজদের এরকম চিন্তাধারা কে জানাই সাধুবাদ এবং তারা ভবিষ্যতে আরও এরকম ভাস্কর্য স্থাপনার সুযোগ যাতে পায় তার জন্য রইল শুভকামনা।article-urn-publicid-ap.org-091b88dfe54d43c18f3c4e5ef5598802-1JvUTZpILh3c140a53f548a5f1fd-238_634x395