• ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফিতে আমাদের ভাল করার 'টোটকা'

পোস্টটি ৪২৭২ বার পঠিত হয়েছে
'আউটফিল্ড’ একটি কমিউনিটি ব্লগ। এখানে প্রকাশিত সব লেখা-মন্তব্য-ছবি-ভিডিও প্যাভিলিয়ন পাঠকরা স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে করে থাকেন; তাই এসবের সম্পূর্ণ স্বত্ব এবং দায়দায়িত্ব লেখক ও মন্তব্য প্রকাশকারীর নিজের। কোনো ব্যবহারকারীর মতামত বা ছবি-ভিডিওর কপিরাইট লঙ্ঘনের জন্য প্যাভিলিয়ন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ব্লগের নীতিমালা ভঙ্গ হলেই কেবল সেই অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।

রিমোট হাতে থাকলেই কিছুক্ষণ পরপর ঘুরে ফিরে খেলার চ্যানেলে ঢু মেরে আসি।

তো সেদিন স্টার স্পোর্টস এর ICC পরিচালিত অন্যষ্ঠান  ICC Cricket 360 Degree তে চোখ আঁটকে গেল।

আঁটকে যাওয়ার কারণ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে তৈরি  একটি ফিচার।

সেখানে প্রত্যেক দেশের সম্ভাবনা,সামর্থ্য নিয়ে কথা  বলছিলেন স্ব স্ব দেশের বর্তমান ও সাবেক ক্রিকেটারেরা।

সব দেশের কথাই শুনছিলাম তবে আসলে অপেক্ষা করছিলাম বাংলাদেশের হয়ে কে কথা বলে আর কি বলে।

অবশেষে কথা বলতে এলেন শুধু তামিম ভাই।

অন্যান্য দেশের ২-৩ জন মিলে কথা বলেও যে ব্যাপারটা পরিষ্কার করে বলতে পারেনি তামিম ভাই তিনটে বাক্যেই পরিষ্কার করে দিলেন বাংলাদেশের সামর্থ্য আর সম্ভাবনার কথা।

প্রশ্ন করা হয়েছিল অনেকটা এমন, চ্যাম্পিয়নস ট্রফিতে ভাল করতে গেলে বাংলাদেশের কি(স্পেশাল) করা উচিত?'

তামিম ভাইয়ের উত্তরটা এমন,'আমরা সঠিক পথেই আছি।

আমাদের শুধু বিশ্বাস করতে হবে আমরা একজন না, একটা দল হয়ে খেলছি।এ বিশ্বাসটা প্রত্যকে খেলোয়াড়র যখন করতে শুরু করবে তখন বাংলাদেশ যে কোন কিছুই করতে পারবে।' 

 

তামিম ভাই আসলে সবচেয়ে গূরুত্বপূর্ণ দিকটাই তুলে ধরেছেন।যখন কেউ নিজের কথা না ভেবে দেশের কথা ভাববেন তখন নিজেকে উজার করে দেবেন।কারণ আমাদের দেশে ক্রিকেট একটা খেলা শুধু না,আবেগের অন্য নাম।এই আবেগটাকে কাজে লাগিয়েই আমাদের উপরে উঠতে হবে।

বাংলাদেশ দল বিশ্বকে চমকে দিক সে শুভকামনা তো থাকবেই।

 

তবে ভিরাট কোহলির একটা কথা দিয়ে শেষ করতে চাই।

তাঁকে প্রশ্ন করা হয়েছিল 'চ্যাম্পিয়নস ট্রফি জেতার সম্ভাবনা কতটুকু?'

তিনি শুধু বলেছেন,'বিশ্বকাপের চেয়েও কঠিন'।

তাই বাঙলার ক্রিকেটপ্রেমীদের বলতে চাই আশার বেলুন যত উপরে ওড়াতে চান ওড়ান তবে খেয়াল রাখবেন যাতে বেলুনের দড়িটা হাত থেকে না ফসকায়।

সময়মত যাতে নামিয়ে আনতে পারেন।