• ফুটবল

২০২১ সালে ক্লাব ওয়ার্ল্ড কাপ আসছে নতুন রুপে!

পোস্টটি ৯৫৬৮ বার পঠিত হয়েছে
'আউটফিল্ড’ একটি কমিউনিটি ব্লগ। এখানে প্রকাশিত সব লেখা-মন্তব্য-ছবি-ভিডিও প্যাভিলিয়ন পাঠকরা স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে করে থাকেন; তাই এসবের সম্পূর্ণ স্বত্ব এবং দায়দায়িত্ব লেখক ও মন্তব্য প্রকাশকারীর নিজের। কোনো ব্যবহারকারীর মতামত বা ছবি-ভিডিওর কপিরাইট লঙ্ঘনের জন্য প্যাভিলিয়ন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ব্লগের নীতিমালা ভঙ্গ হলেই কেবল সেই অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।
২০২১ সালে ক্লাব ওয়ার্ল্ড কাপ আসছে নতুন রুপে! ২০২১ সালে ৫টি মহাদেশের মোট ২৪টি দল নিয়ে "সুপার ক্লাব ওয়ার্ল্ড কাপ" আয়োজনের পরিকল্পনা করছে ফিফা! ৫টি মহাদেশের ২৪টি দলের মধ্যে ১২টিই ইউরোপিয়ান ক্লাব! দক্ষিন আমেরিকার আছে টি ক্লাব আর এশিয়া, উত্তর আমেরিকা আর আফ্রিকা প্রত্যেকটি উপমহাদেশ থেকে দুটি ক্লাব অংশ নিবে এই প্রতিযোগিতায়! বাকি একটি হচ্ছে ওশেনিয়া থেকে। ফিফা এই ২৪টি সম্ভাব্য ক্লাবের নামও প্রকাশ করেছেন। ক্লাবগুলোর নাম-
 
ইউরোপঃ
 
১. রিয়াল মাদ্রিদ
২. বার্সেলোনা
৩. অ্যাটলেটিকো মাদ্রিদ
৪. জুভেন্টাস
৫. বায়ার্ন মিউনিখ
৬. পিএসজি
৭. সেভিয়া
৮. ম্যানচেস্টার সিটি
৯. বরুশিয়া ডর্টমুন্ড
১০. বেনফিকা
১১. আর্সেনাল
১২. পোর্তো।
 
দক্ষিন আমেরিকাঃ
 
১. অ্যাটিলেটিকো ন্যাসিওনাল (কলম্বিয়া)
২. রিভারপ্লেট (আর্জেন্টিনা)
৩. স্যান লরেঞ্জো (আর্জেন্টিনা)
৪. অ্যাটলেটিকো মিনেইরো (ব্রাজিল)
৫. বোকা জুনিয়র্স (আর্জেন্টিনা)
 
আফ্রিকাঃ
 
১. ওয়াইদাদ ক্যাসেব্ল্যাংকা (মরক্কো)
২. ম্যামিলোডি সানডাউন্স (দক্ষিন আফ্রিকা)
 
এশিয়াঃ
 
১. উরায়া রেড ডায়মন্ডস (জাপান)
২. কিওবাংক হিউদাই মোটরস (দক্ষিন কোরিয়া)
 
উত্তর আমেরিকাঃ
 
১. পাচুকা (ম্যাক্সিকো)
২. আমেরিকা (ম্যাক্সিকো)
 
ওশেনিয়াঃ
 
১. অকল্যান্ড সিটি
 
 
২৪টি দল থেকে ৩টি করে ক্লাব নিয়ে মোট ৮টি গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেক গ্রুপ থেকে শুধু মাত্র গ্রুপ চ্যাম্পিয়নরাই খেলতে পারবেন পরবর্তি রাউন্ড "কোয়ার্টার ফাইনাল" এ।
 
এই প্রতিযোগিতার জন্য এখনো নির্দৃষ্ট  কোন ভেন্যু ঠিক করা হয়নি। ধারণা করা হচ্ছে চীনে অনুষ্ঠিত হতে পারে এই প্রতিযোগিতা!