• ফুটবল

ফুটবলকে বদলে দিয়েছিল ক্রুইফ এর যে নিয়মগুলো

পোস্টটি ৬৩১৮ বার পঠিত হয়েছে
'আউটফিল্ড’ একটি কমিউনিটি ব্লগ। এখানে প্রকাশিত সব লেখা-মন্তব্য-ছবি-ভিডিও প্যাভিলিয়ন পাঠকরা স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে করে থাকেন; তাই এসবের সম্পূর্ণ স্বত্ব এবং দায়দায়িত্ব লেখক ও মন্তব্য প্রকাশকারীর নিজের। কোনো ব্যবহারকারীর মতামত বা ছবি-ভিডিওর কপিরাইট লঙ্ঘনের জন্য প্যাভিলিয়ন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ব্লগের নীতিমালা ভঙ্গ হলেই কেবল সেই অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।

ফুটবলকে বদলে দিয়েছিল জোহান ক্রুইফ এর যে ১৪ টি মুল নিয়ম : 

 

১.দলীয় খেলোয়াড় : আপনাকে এক থাকতে হবে এবং সাফল্য অর্জনের চেষ্টা করতে হবে।

 

২.দায়িত্ববোধ : আপনাকে সকল।কিছুর দায়িত্ব নিতে হবে নিজের মনে করে।

 

৩. সন্মান : একে ওপরকে সন্মান করতে হবে।

 

৪.একীভুতকরন : অপরকে নিজের কাছে এবং নিজেকে অন্যের কাজে সম্পৃক্ত করতে হবে।

 

৫. উদ্যোগ : নতুন কোন উদ্যোগ নেবার সাহস থাকতে হবে।

 

৬.শিক্ষা দেওয়া : দলের সবাইকে নিজে যা জানো, তা জানাতে হবে।

 

৭.ব্যাক্তিত্ব : অবশ্যই থাকতে হবে।

 

৮. সামাজিক সম্পৃক্ততা : আন্ত:সম্পর্ক খুব জরুরি, যেমন খেলায় তেমনি জীবনে।

 

৯.কার্যপদ্ধতি : মুল গুলো জানতে হবে।

 

১০.কৌশল : জানতে হবে, কি করতে হবে

 

১১.উন্নতি : খেলাধুলা শরীর ও মন দুইটাই শক্তিশালী করে।

 

১২.শিখা : প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করতে হবে।

 

১৩.একসাথে খেলতে হবে : যে কোন খেলার জন্য গুরুত্বপূর্ণ অংশ

 

১৪.সৃজনশীলতা : খেলার মধ্যে সৌন্দর্য আনতে হবে।

 

আজ থেকে ঠিক ২ বছর আগে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে স্যার জোহান ক্রুইফ। কিন্তু, তার আগেই ফুটবলকে দিয়ে গেছে, এমন কিছু জিনিস যার জন্য ফুটবল খেলাটাই চির কৃতজ্ঞ থাকবে তার প্রতি। তার মাধ্যমেই ফুটবল পাল্টে গিয়েছে, পাল্টে গিয়েছে বার্সেলোনা। তিনি শুধু একবার পরিবর্তনে বিশ্বাসী নয়, বারবার নতুন করে ফুটবলে নতুন কিছু আনার কথা বলে গিয়েছেন, এমনকি তিনি নিজেও এনেছেন। আপনারা হয়ত সবাই মেসির পেনাল্টি অ্যাসিস্ট দেখেছেন, কিন্তু সর্বপ্রথম এটি করেছিল এই ক্রুইফই, মেসি আমাদের সেটি আবারো নতুন করে মনে করিয়ে দিয়েছে। বার্সার লা মাসিয়া তথা আজকের জাভি,ইনিয়েস্তা,বুস্কেটস,মেসি কিংবা ভবিষ্যতের অ্যালেনা,আর্নাইজরা সবকিছুর মুলেই রয়েছে এই সুদুরপ্রসারী চিন্তার মানব ক্রুইফ। তিনি বার্সার ১৪ বছরের লা লিগা খরা কাটিয়েছেন, এনে দিয়েছেন প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। তারপরের ৪ টা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগও তারই তৈরিকৃত লা মাসিয়ার খেলোয়াড় দ্বারা।তিনি খেলোয়াড়দের সবসময় একসাথদ খেলতে বলেছেন, তিনি হলেন টোটাল ফুটবলের জনক। টোটাল ফুটবল হচ্ছে সেই প্রক্রিয়া যেখানে কোন ফুটবলারের নিদিষ্ট কোন পজিশন থাকে না, একজন ফুটবলার একটি পজিশন থেকে মুভ করলে, আরেকজন সেটা পুরন করে দিবে, এভাবেই এক হয়ে খেলার কথাই বলেছেন ক্রুইফ। এভাবেই, সে তার ১৪ টি মুল নিয়ম নিজের খেলোয়ারি জীবনে, পরবর্তীতে কোচিং করাতে ব্যবহার করেছেন, যেটাই বদলে দিয়েছে ফুটবলকে, বিশেষ করে বার্সেলোনার খেলাকে। ফুটবল বিশ্ব সারাজীবন মনে রাখবে তোমাকে স্যার জোহান ক্রুইফ।।