• ফুটবল

কোপা লিবার্তোদোরেস ২০১৮ সমাচার।

পোস্টটি ৪২৮৪ বার পঠিত হয়েছে
'আউটফিল্ড’ একটি কমিউনিটি ব্লগ। এখানে প্রকাশিত সব লেখা-মন্তব্য-ছবি-ভিডিও প্যাভিলিয়ন পাঠকরা স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে করে থাকেন; তাই এসবের সম্পূর্ণ স্বত্ব এবং দায়দায়িত্ব লেখক ও মন্তব্য প্রকাশকারীর নিজের। কোনো ব্যবহারকারীর মতামত বা ছবি-ভিডিওর কপিরাইট লঙ্ঘনের জন্য প্যাভিলিয়ন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ব্লগের নীতিমালা ভঙ্গ হলেই কেবল সেই অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।

 

 

 

 

কোপা লিবার্তোদোরেস হল ল্যাটিন আমেরিকার প্রধান কন্টিনেন্টাল ফুটবল টুর্নামেন্ট। যাবে ল্যাটিন আমেরিকার চ্যাম্পিয়ন্স লিগও বলা হয়। এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ১৯৬০ সাল থেকে ধারাবাহিক ভাবে চলে আসছে। এখন পর্যন্ত ৬ দেশের ২৫ টি ক্লাব এই টুর্নামেন্ট জয় করেছে।

 

 

সবচেয়ে সফল দল গুলো:

 

১. ইন্দিপেদিয়েন্তে(আর্জেন্টিনা) : ৭ বার চ্যাম্পিয়ন।

২. বোকা জুনিয়র্স(আর্জেন্টিনা) : ৬ বার চ্যাম্পিয়ন,৪ বার রানার-আপ। 

৩.পেনারোন(উরুগুয়ে) : ৫ বার চ্যাম্পিয়ন,৫ বার বানার-আপ।

 

সবচেয়ে সফল দেশ গোল:

 

১. আর্জেন্টিনা: ২৪ বার চ্যাম্পিয়ন,১০ বার রানার-আপ। 

২. ব্রাজিল: ১৮ বার চ্যাম্পিয়ন,১৫ বার রানার-আপ।

৩. উরুগুয়ে: ৮ বার চ্যাম্পিয়ন,৮ বার রানার-আপ।

 

২০১৮ কোপা লিবার্তোদোরেস ফাইনাল:

 

'১৮ লিবার্তোদোরেসের সেমিফাইনালে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, ব্রাজিলের চার ক্লাব,বোকা জুনিয়র্স,রিভার প্লেট,গ্রেমিও,পালমেইরাস।রিভার প্লেট দুই লেগে পালমেইরাসের সাথে ৩-৩ ব্যবধানে ড্র করলেও অ্যাওয়ে গোলের কারনে ফাইনালে জায়গা করে নেয়।বোকা জুনিয়র্স দুই লেগ মিলিয়ে গ্রেমিওকে ৪-২ ব্যবধানে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়।ফলে প্রথম বারের মত লিবার্তোদোরেসের ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বোকা জুনিয়র্স,রিভার প্লেট অর্থাৎ সুপারক্লাসিকো হবে।

 

সুপারক্লাসিকো এর কিছু পরিসংখ্যান:

 

 

ম্যাচ:

 

 

দুই দল মোট অফিশিয়াল ম্যাচে মুখোমুখি হয়েছে: ২৪৬ টি।

বোকা জিতেছে: ৮৮ টি

রিভার জিতেছে: ৭৭ টি

ড্র হয়েছে: ৮১ টি।

বোকা গোল করেছে: ৩২২ টি

রিভার গোল করেছে: ২৯৮ টি।

 

শিরোপা:

 

লিগ শিরোপা:

বোকা : ৩৩ টি

রিভার: ৩৬ টি।

 

কাপ:

 

বোকা: ১২ টি

রিভার: ১১ টি।

 

ইন্টারন্যাশনাল:

 

বোকা: ২২ টি

রিভার: ১৬ টি।

 

মোট:

 

বোকা: ৬৭ টি

রিভার: ৬৩টি।

 

 

কোপা লিবার্তোদোরেস ২০১৮ অ্যাওয়ার্ড:

 

১. টপ গোল স্কোরার।

২. বেষ্ট প্লেয়ার ইন টুর্নামেন্ট।

৩. ফেয়ার প্লে ট্রফি। 

 

 

টপ গোল স্কোরার:

 

১. মিগাল বোর্হ: ৯ গোল

২. জ্যাডসন: ৬ গোল

৩. লাউথার মার্টিনেজ: ৫ গোল।

 

যেহেতু এই ৩ জনের দল আগেই বাদ পড়ে গিয়েছে এবং বোক এবং রিভার প্লেটের কোনো প্লেয়ারই এই তালিকায় সুবিধাজনক স্হানে নেই এজন্য কনেকটাই নিশ্চিত এই পুরস্কারটি মিগাল বোর্হই জিতবে।

 

বেষ্ট প্লেয়ার ইন টুর্নামেন্ট:

 

বেষ্ট প্লেয়ার ইন টুর্নামেন্ট পুরস্কারটির সবচেয়ে বড় ২ জন দাবিদার হল রিভার প্লেটের গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি এবং বোকা জুনিয়র্স উইঙ্গার ক্রিস্টিয়ন পাভোন।

 

আরমানির প্যারফর্মেন্স:

 

ম্যাচ: ১২ টি

ক্লিনশিট: ৭ টি(টুর্নামেন্টে সর্বোচ্চ)

গোল হজম করেছে: ৬ টি(টুর্নামেন্টে সর্বনিম্ন)

মোট সেভ করেছে: ৩১ টি

সফল রান আউট: ৬(১০০%) টি।

 

আরমানি রিভার প্লেটের হয়ে সবচেয়ে ভাল প্যারফর্মেন্স করেছে। শেষ ১৬ এর দুই লেগ সহ নকআউট পর্বে ৬ ম্যাচের ৩টি তেই ক্লিনশিট রেখেছে এই গোলকিপর।

 

পাভোনের প্যারফর্মেন্স:

 

ম্যাচ: ১২ টি

গোল: ৩ টি (দলে ২য় সর্বোচ্চ) 

অ্যাসিস্ট: ৫ টি(দলে সর্বোচ্চ,টুর্নামেন্টে ২য় সর্বোচ্চ) 

কি পাস: ১৮ টি(দলে সর্বোচ্চ) 

বিগ চ্যান্স ক্রিয়েট: ৭টি(টুর্নামেন্টে সর্বোচ্চ) 

ড্রিবল ওন: ১৮ টি(দলে সর্বোচ্চ) 

ট্যাকেট: ১৯ টি

ইন্টারসেপসন: ১০ টি।

 

২২ বছর বয়সী এই উইঙ্গার দলের প্রয়োজনে লেফ্ট ও রাইন উভয় উইং এবং স্যাডো স্টাইকারের রোল প্লে করতে পরে। গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে ৪ টি অ্যাসিস্ট প্রভাইড করেছে এবং শেষ ১৬ তে একটি গোল ও কোয়ার ফাইনালে একটি গোল করেছে।

 

 

কোপা লিবার্তোদোরেস ২০১৮ সময়সূচি:

 

১ম লেগ:

 

ভেন্যু: লা বম্বোনেরা(বোকার হোম ভেন্যু)

তারিখ: ১১ নভেম্বর 

সময়: রাত ২ ঘটিকা।

 

২য় লেগ:

 

ভেন্যু: এস্তাদিও মনুমেন্তাল (রিভারের হোম ভেন্যু)

তারিখ: ২৫ নভেম্বর 

সময়: রাত ২ ঘটিকা।

 

বি:দ্র: এশিয়ার কোনো টিভি চ্যানেল লাইভ সম্প্রচার করবে না।