• ক্রিকেট

এভাবেও ফিরে আসা যায়! ক্রিকেটের অসাধারণ কামব্যাক সমূহ।

পোস্টটি ২৫৩৭ বার পঠিত হয়েছে
'আউটফিল্ড’ একটি কমিউনিটি ব্লগ। এখানে প্রকাশিত সব লেখা-মন্তব্য-ছবি-ভিডিও প্যাভিলিয়ন পাঠকরা স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে করে থাকেন; তাই এসবের সম্পূর্ণ স্বত্ব এবং দায়দায়িত্ব লেখক ও মন্তব্য প্রকাশকারীর নিজের। কোনো ব্যবহারকারীর মতামত বা ছবি-ভিডিওর কপিরাইট লঙ্ঘনের জন্য প্যাভিলিয়ন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ব্লগের নীতিমালা ভঙ্গ হলেই কেবল সেই অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।

পাঁচ বা ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ। একটি দল প্রথম দুই ম্যাচেই হেরে গেছে। তারপরও সেই দলটিই সিরিজটা জিতে নিলো। এটা অবশ্যই বিরল ঘটনা। আর ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে মাত্র পাঁচবার। যার একবারের কারিগর স্বয়ং বাংলাদেশ। নিচে দেখে নেই সেই ঘটনাগুলোঃ

 

234403

পাকিস্তানে দক্ষিণ আফ্রিকা-২০০৩-০৪

১ম ওয়ানডেঃ ৩ অক্টোবর ২০০৩, লাহোরে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে পাকিস্তান ৮ রানে জিতে নেয়। নির্ধারিত ৫০ ওভারে পাকিস্তানের ২৭৭/৬ এর জবাবে দক্ষিণ আফ্রিকা করে ২৬৯/৬। ম্যান অফ দ্যা ম্যাচঃ শোয়েব মালিক।

২য় ওয়ানডেঃ ৫ অক্টোবর ২০০৩, লাহোরে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে পাকিস্তান ৪২ রানে জিতে নেয়। নির্ধারিত ৫০ ওভারে পাকিস্তানের ২৬৭/৭ এর জবাবে দক্ষিণ আফ্রিকা করে ২২৫/৯। ম্যান অফ দ্যা ম্যাচঃ মোহাম্মাদ সামি।

৩য় ওয়ানডেঃ ৭ অক্টোবর ২০০৩, ফয়সালাবাদে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডে দক্ষিণ আফ্রিকা ডি/এল মেথডে ১৩ রানে জিতে নেয়। নির্ধারিত ৫০ ওভারে পাকিস্তানের ২৪৩/৮ এর জবাবে দক্ষিণ আফ্রিকা ৪৫ ওভারে ২২১/৬ করার পর বৃষ্টি হয়। ম্যান অফ দ্যা ম্যাচঃ জ্যাক ক্যালিস।

৪র্থ ওয়ানডেঃ ১০ অক্টোবর ২০০৩, রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ৪র্থ ওয়ানডে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জিতে নেয়। ৪৭ ওভার ৪ বলে পাকিস্তান ১৫৭ রানে অলআউট হয় জবাবে দক্ষিণ আফ্রিকা ৩৮ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ম্যান অফ দ্যা ম্যাচঃ আন্দ্রে নেল।

৫ম ওয়ানডেঃ ১২ অক্টোবর ২০০৩, রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ৫ম ওয়ানডে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জিতে নেয়। ৪৯ ওভার ৩ বলে পাকিস্তান ১৯২ রানে অলআউট হয় জবাবে দক্ষিণ আফ্রিকা ৪৫ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ম্যান অফ দ্যা ম্যাচঃ বোয়েটা ডিপেনার। ম্যান অফ দ্যা সিরিজঃ বোয়েটা ডিপেনার।

 

Bangladesh-vs-Zimbabwe-2005-Dhaka

জিম্বাবুয়ে বাংলাদেশে-২০০৪-০৫

১ম ওয়ানডেঃ ২০ জানুয়ারি ২০০৫, ঢাকায় অনুষ্ঠিত প্রথম ওয়ানডে জিম্বাবুয়ে ২২ রানে জিতে নেয়। নির্ধারিত ৫০ ওভারে জিম্বাবুয়ের ২৫১/৮ এর জবাবে বাংলাদেশ ৪৮ ওভার ১ বলে ২২৯ রানে অলআউট হয়ে যায়। ম্যান অফ দ্যা ম্যাচঃ ডগলাস হন্ডো

২য় ওয়ানডেঃ ২৪ জানুয়ারি ২০০৫, চট্টগ্রামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে জিম্বাবুয়ে ৩১ রানে জিতে নেয়। নির্ধারিত ৫০ ওভারে জিম্বাবুয়ের ২৩৭/৫ এর জবাবে বাংলাদেশ ৪৭ ওভার ১ বলে ২০৬ রানে অলআউট হয়ে যায়। ম্যান অফ দ্যা ম্যাচঃ বার্নি রজার্স

৩য় ওয়ানডেঃ ২৬ জানুয়ারি ২০০৫, চট্টগ্রামে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডে বাংলাদেশ ৪০ রানে জিতে নেয়। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের ২৪৪/৯ এর জবাবে জিম্বাবুয়ে ৪৭ ওভার ৫ বলে ২০৪ রানে অলআউট হয়ে যায়। ম্যান অফ দ্যা ম্যাচঃ মাঞ্জারুল ইসলাম রানা।

৪র্থ ওয়ানডেঃ ২৯ জানুয়ারি ২০০৫, ঢাকায় অনুষ্ঠিত ৪র্থ ওয়ানডে বাংলাদেশ ৫৮ রানে জিতে নেয়। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের ২৪৭/৯ এর জবাবে জিম্বাবুয়ে ৪৭ ওভার ২ বলে ১৮৯ রানে অলআউট হয়ে যায়। ম্যান অফ দ্যা ম্যাচঃ মাঞ্জারুল ইসলাম রানা।

৫ম ওয়ানডেঃ ৩১ জানুয়ারি ২০০৫, ঢাকায় অনুষ্ঠিত ৫ম ওয়ানডে বাংলাদেশ ৮ উইকেটে জিতে নেয়। ৪৯ ওভারে ১৯৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে জবাবে বাংলাদেশ ৩৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ম্যান অফ দ্যা ম্যাচঃ মোহাম্মাদ রফিক। ম্যান অফ দ্যা সিরিজঃ বার্নি রজার্স (জিম্বাবুয়ে)।

 

059777

ভারতে পাকিস্তান-২০০৪-০৫

১ম ওয়ানডেঃ ২ এপ্রিল ২০০৫, কোচিতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ভারত ৮৭ রানে জিতে নেয়। নির্ধারিত ৫০ ওভারে ভারতের ২৮১/৮ এর জবাবে পাকিস্তান ৪৫ ওভার ২ বলে ১৯৪ রানে অলআউট হয়। ম্যান অফ দ্যা ম্যাচঃ বীরেন্দ্র শেবাগ

২য় ওয়ানডেঃ ৫ এপ্রিল ২০০৫, বিশাখাপত্তনমে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে ভারত ৫৮ রানে জিতে নেয়। নির্ধারিত ৫০ ওভারে ভারতের ৩৫৬/৯ এর জবাবে পাকিস্তান ৪৪ ওভার ১ বলে ২৯৮ রানে অলআউট হয়। ম্যান অফ দ্যা ম্যাচঃ এম এস ধোনি।

৩য় ওয়ানডেঃ ৯ এপ্রিল ২০০৫, জামশেদপুরে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডে পাকিস্তান ১০৬ রানে জিতে নেয়। নির্ধারিত ৫০ ওভারে পাকিস্তানের ৩১৯/৯ এর জবাবে ভারত ৪১ ওভার ৪ বলে ২১৩ রানে অলআউট হয়। ম্যান অফ দ্যা ম্যাচঃ নাভেদ-উল-হাসান

৪র্থ ওয়ানডেঃ ১২ এপ্রিল ২০০৫, আহমেদাবাদে অনুষ্ঠিত ৪র্থ ওয়ানডে পাকিস্তান ৩ উইকেটে জিতে নেয়। নির্ধারিত ৫০ ওভারে ভারতের ৩১৫/৬ এর জবাবে পাকিস্তান ৪৮ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ম্যান অফ দ্যা ম্যাচঃ ইনজামাম উল হক

৫ম ওয়ানডেঃ ১৫ এপ্রিল ২০০৫, কানপুরে অনুষ্ঠিত ৫ম ওয়ানডে পাকিস্তান ৫ উইকেটে জিতে নেয়। নির্ধারিত ৫০ ওভারে ভারতের ২৪৯/৬ এর জবাবে পাকিস্তান ৪২ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ম্যান অফ দ্যা ম্যাচঃ শহীদ আফ্রিদি।

৬ষ্ঠ ওয়ানডেঃ ১৭ এপ্রিল ২০০৫, দিল্লীতে অনুষ্ঠিত ৬ষ্ঠ ওয়ানডে পাকিস্তান ১৫৯ রানে জিতে নেয়। নির্ধারিত ৫০ ওভারে পাকিস্তানের ৩০৩/৮ এর জবাবে ভারত ৩৭ ওভারে ১৪৪ রানে অলআউট হয়। ম্যান অফ দ্যা ম্যাচঃ শোয়েব মালিক। ম্যান অফ দ্যা সিরিজঃ নাভেদ-উল-হাসান

 

234885.3

দক্ষিণ আফ্রিকাতে ইংল্যান্ড-২০১৫-১৬

১ম ওয়ানডেঃ ৩ ফেব্রুয়ারি ২০১৬, ব্লুমফন্টেনে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ইংল্যান্ড ডি/এল মেথডে ৩৯ রানে জিতে নেয়। নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ডের ৩৯৯/৯ এর জবাবে দক্ষিণ আফ্রিকা ৩৩ ওভার ৩ বলে ৫ উইকেটে ২৫০ রান করার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। ম্যান অফ দ্যা ম্যাচঃ কুইন্টন ডি কক।

২য় ওয়ানডেঃ ৬ ফেব্রুয়ারি ২০১৬, পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে ইংল্যান্ড ৫ উইকেটে জিতে নেয়। নির্ধারিত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকার ২৬২/৭ এর জবাবে ইংল্যান্ড ৪৬ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ম্যান অফ দ্যা ম্যাচঃ অ্যালেক্স হেলস

৩য় ওয়ানডেঃ ৯ ফেব্রুয়ারি ২০১৬, সেঞ্চুরিয়ানে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জিতে নেয়। নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ডের ৩১৮/৮ এর জবাবে দক্ষিণ আফ্রিকা ৪৬ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ম্যান অফ দ্যা ম্যাচঃ কুইন্টন ডি কক।

৪র্থ ওয়ানডেঃ ১২ ফেব্রুয়ারি ২০১৬, জোহানেসবার্গে অনুষ্ঠিত ৪র্থ ওয়ানডে দক্ষিণ আফ্রিকা ১ উইকেটে জিতে নেয়। ৪৭ ওভার ৫ বলে ২৬২ রানে অলআউট হয় ইংল্যান্ড জবাবে দক্ষিণ আফ্রিকা ৪৭ ওভার ২ বলে ৯ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ম্যান অফ দ্যা ম্যাচঃ ক্রিস মরিস।

৫ম ওয়ানডেঃ ১৪ ফেব্রুয়ারি ২০১৬, কেপ টাউনে অনুষ্ঠিত ৫ম ওয়ানডে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে জিতে নেয়। ৪৫ ওভারে ২৩৬ রানে অলআউট হয় ইংল্যান্ড জবাবে দক্ষিণ আফ্রিকা ৪৪ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ম্যান অফ দ্যা ম্যাচঃ এবি ডি ভিলিয়ার্স। ম্যান অফ দ্যা সিরিজঃ অ্যালেক্স হেলস

 

170f0cd38076aa4ae77cc94a2f23301c

ভারতে অস্ট্রেলিয়া-২০১৮-১৯

১ম ওয়ানডেঃ ২ মার্চ ২০১৯, হায়দ্রাবাদে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ভারত ৬ উইকেটে জিতে নেয়। নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়ার ২৩৬/৭ এর জবাবে ভারত ৪৮ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ম্যান অফ দ্যা ম্যাচঃ কেদার যাদব

২য় ওয়ানডেঃ ৫ মার্চ ২০১৯, নাগপুরে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে ভারত ৮ রানে জিতে নেয়। ৪৮ ওভার ২ বলে ভারত ২৫০ রানে অলআউট হয় জবাবে অস্ট্রেলিয়া ৪৯ ওভার ৩ বলে ২৪২ রানে অলআউট হয়। ম্যান অফ দ্যা ম্যাচঃ বিরাট কোহলি

৩য় ওয়ানডেঃ ৮মার্চ ২০১৯, রাঁচিতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডে অস্ট্রেলিয়া ৩২ রানে জিতে নেয়। নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়ার ৩১৩/৫ এর জবাবে ভারত ৪৮ ওভার ২ বলে ২৮১ রানে অলআউট হয়। ম্যান অফ দ্যা ম্যাচঃ উসমান খাজা।

৪র্থ ওয়ানডেঃ ১০ মার্চ ২০১৯, চণ্ডীগড়ে অনুষ্ঠিত ৪র্থ ওয়ানডে অস্ট্রেলিয়া ৪ উইকেটে জিতে নেয়। নির্ধারিত ৫০ ওভারে ভারতের ৩৫৮/৯ এর জবাবে অস্ট্রেলিয়া ৪৭ ওভার ৫ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ম্যান অফ দ্যা ম্যাচঃ অ্যাশটন টার্নার

৫ম ওয়ানডেঃ ১৩ মার্চ ২০১৯, দিল্লীতে অনুষ্ঠিত ৫ম ওয়ানডে অস্ট্রেলিয়া ৩৫ রানে জিতে নেয়। নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়ার ২৭২/৯ এর জবাবে ভারত ৫০ ওভারে ২৩৭ রানে অলআউট হয়। ম্যান অফ দ্যা ম্যাচঃ উসমান খাজা। ম্যান অফ দ্যা সিরিজঃ উসমান খাজা