• ফুটবল

দেশের সর্বপ্রথম ফুটবল ভিত্তিক অনলাইন ইভেন্ট

পোস্টটি ৫২৩ বার পঠিত হয়েছে
'আউটফিল্ড’ একটি কমিউনিটি ব্লগ। এখানে প্রকাশিত সব লেখা-মন্তব্য-ছবি-ভিডিও প্যাভিলিয়ন পাঠকরা স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে করে থাকেন; তাই এসবের সম্পূর্ণ স্বত্ব এবং দায়দায়িত্ব লেখক ও মন্তব্য প্রকাশকারীর নিজের। কোনো ব্যবহারকারীর মতামত বা ছবি-ভিডিওর কপিরাইট লঙ্ঘনের জন্য প্যাভিলিয়ন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ব্লগের নীতিমালা ভঙ্গ হলেই কেবল সেই অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।

fslogo22

এ দেশের মানুষের আবেগের সাথে জড়িয়ে রয়েছে খেলা । আর ফুটবল তো  সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় । কিন্তু করোনা মহামারীতে যখন সবকিছুই থেমে গিয়েছে।তাই বন্ধ হয়েছে মাঠের ফুটবল ।তাই ক্রীড়াপ্রমী দেশের কিশোর তরুণেরা সময় কাটাচ্ছে উদাস মনে। এই সময় এক কিশোর ফুটবল সংঘ ও দল 'রেভুল্যিশন' ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে। দেশে প্রথমবারের মত তারা আয়োজন করতে যাচ্ছে ফুটবল ভিত্তিক অন লাইন ইভেন্ট 'ফুটবল্যিউশন.১'।দেশে ফুটবলের জন্য রয়েছে অসংখ্য ভক্তকূল তাদের ফুটবল নিয়ে তারা তাদের চিন্তা চেতনা ও সৃজনশীলতা প্রকাশ করতে পারবে এই ইভেন্টে। যেখানে তারা রেখেছে ৮টি ফুটবল ভিত্তিক প্রতিযোগিতা।যাতে অংশ নেয়া যাবে ঘরে বসেই।প্রতিযোগিতা গুলো হলঃ
১)বেস্ট ১১ : তুলে ধরুন আপনার সেরা দল এবং দেখিয়ে দিন আপনার ফুটবল কৌশল         

২)জার্সি ডিজাইন : ডিজাইন করুন ফুটবল দল এর জার্সি


৩)ম্যাচ রিভিউ : আপনার দেখা সেরা ফুটবল ম্যাচের বিবরণ।


৪)পোস্টার ডিজাইন : ডিজাইন করুন আপনার প্রিয় দল বা খেলোয়াড় এর পোস্টার


৫)ফুটবল মিমস : তৈরি করুন ফুটবল ভিত্তিক মজার মিম 


৬)লোগো ডিজাইন : ডিজাইন করুন ফুটবল দল এর লোগো 


৭)ফিফা গেম গোল ভিডিও : আপনার ফিফা গেমের সেরা গোলের ভিডিও দেখান


৮)ফ্রিস্টাইল : ফুটবল নিয়ে আপনার পারদর্শিতা ও প্রতিভা দেখান


চমকপ্রদ হলেও সত্য যে এ কিশোর ফুটবল সংঘে্র বা দলের সদস্যরা দেশের সুনামধন্য প্রতিষ্ঠান আইডিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্র এবং তারা দশম শ্রেনীতে অধ্যায়নরত।এবং আয়োজক হিসেবে রয়েছে এ সংর এবং দলের সদস্য সাদি, অভি, তামিম, শান সহ আরো অনেকেই।  তাদের এ উদ্যোগের লক্ষ হলো ঘরবন্দী ক্রীড়াপ্রেমিদের জন্য কিছু খোরাকের ব্যাবস্থা করা এবং ফুটবল নিয়ে তাদের মাঠের বাইরের প্রতিভাকে তুলে ধরা।এর মাধ্যমে  দেশের মানুষের কাছে ফুটবল কে পৌছে দেয়া  ও আলোড়ন সৃষ্টি করা। ইভেন্ট টি হবে ৫ ও ৬ আগস্ট।তাই এই ইভেন্টে এ অংশ নিন ও এই উদ্যোগ কে সফল করুন । এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে এবং অংশ গ্রহনের নিয়ম জানতে চাইলে ঘুরে আসুন তাদের  এই ইভেন্ট পেজ : https://www.facebook.com/events/279716643100440/