• লা লিগা
  • " />

     

    বিদায়বেলায় বার্সাতেই ফিরতে চান গার্দিওলা

    বিদায়বেলায় বার্সাতেই ফিরতে চান গার্দিওলা    

    ২০০৭ সালে যখন বার্সা বি দলের কোচ হয়ে এসেছিলেন, তখন তাকে চিনতেন হাতেগোনা কয়েকজনই। পরের বছরই মূল দলের কোচ হয়েছিলেন পেপ গার্দিওলা। কাতালান দলটির কোচ হিসেবে ছিলেন বছর চারেক। এর মাঝে এক ট্রেবল, এক ‘হেক্সা’ সহ মোট ১১টি শিরোপা জিতেছিলেন মেসিরা। বায়ার্ন মিউনিখে তিন বছর পর কাটানোর পর এখন ম্যানচেস্টার সিটির কোচ তিনি। যেখানে গেছেন, সাফল্য ধরা দিয়েছে সেখানেই। এতসব শেষে ক্যারিয়ারের গোধূলিবেলায় ঠিকই ফিরতে চান নাড়ির টানে, বার্সেলোনাতেই। এমনটা জানিয়েছেন গার্দিওলা নিজেই।

     

     

    তবে বার্সাতে ফিরলেও ঠিক বার্সাতে ফিরবেন না তিনি। মূল দল নয়, গার্দিওলা ক্যারিয়ার শেষ করতে চান বার্সা ‘বি’ দলের কোচ হয়ে- যাদের হয়েই ডাগআউটে হাতেখড়ি হয়েছিল তার। ইউনিভার্সো ভালদানোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ইচ্ছাই পোষণ করেছেন গার্দিওলা, “শুরুটা যেখানে করেছিলাম, ক্যারিয়ারের শেষটা করতে চাই সেখানেই। কোনও ক্লাবের যুবদলের কোচ হয়েই ইতি টানতে চাই। আশা করি ক্লাবটি বার্সাই হবে।”