• বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
  • " />

     

    র‍্যাংকিংয়ে সাকিব-মাহমুদউল্লাহর বড় লাফ

    র‍্যাংকিংয়ে সাকিব-মাহমুদউল্লাহর বড় লাফ    

     

    দুজনের দুর্দান্ত এক জুটিতেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে বড় স্কোর করে সিরিজে ফিরেছিল বাংলাদেশ। সিরিজ হারলেও ব্যাটিং ও বোলিংয়ে দারুণ পারফরম্যান্সের কারণে র‍্যাংকিংয়ে অনেক এগিয়ে গেছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ অধিনায়ক নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই। তিন ম্যাচে সাকিব করেছেন ১০৩ রান। প্রথম ম্যাচে করেছিলেন ৬১, দ্বিতীয় ম্যাচে তাঁর রান ৪২। ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে সাত ধাপ এগিয়ে সাকিব এখন আছেন ৩৭ তম স্থানে। বল হাতে সাকিব তিন ম্যাচে নিয়েছেন আট উইকেট। র‍্যাংকিংয়ের তিন ধাপ এগিয়ে সাকিব এখন সাত নম্বর বোলার। ব্যাটিং বোলিং দুই বিভাগেই ভালো করায় অলরাউন্ডারদের তালিকাতেও একধাপ এগিয়েছেন সাকিব, আফগানিস্তানের মোহাম্মদ নবীকে পেছনে ফেলে তিনি আছেন দ্বিতীয় স্থানে। অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ের শীর্ষে আছে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।

    সাকিবের মতো র‍্যাংকিংয়ে এগিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। সিরিজে ৬৬ রান করা মাহমুদউল্লাহ দুই ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকায় আছেন ৩১তম স্থানে। তিন ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন মাহমুদউল্লাহ, বোলারদের তালিকায় ১৭ ধাপ এগিয়ে এখন আছেন ৫১তম স্থানে। অলরাউন্ডারদের তালিকায়ও একধাপ এগিয়েছেন তিনি, পঞ্চম স্থান থেকে চতুর্থ স্থানে উঠে এসেছেন।

    সাকিব-মাহমুদউল্লাহর পাশাপাশি র‍্যাংকিংয়ে এগিয়েছেন লিটন দাসও। তিন ম্যাচে ১০৯ রান করে ২৬ ধাপ এগিয়ে লিটন এখন ব্যাটসম্যানদের তালিকায় ৪৭তম স্থানে আছেন।