• অন্যান্য খবর
  • " />

     

    ফিফা র‍্যাংকিংয়ে একধাপ এগিয়েছে বাংলাদেশ, দুইয়ে ব্রাজিল

    ফিফা র‍্যাংকিংয়ে একধাপ এগিয়েছে বাংলাদেশ, দুইয়ে ব্রাজিল    

    ২৯ বছরের অপেক্ষা কাটিয়ে দ্বিতীয়বারের মতো আফ্রিকান নেশনস কাপের শিরোপা জিতেছে আলজেরিয়া। রিয়াদ মাহরেজদের এই শিরোপা জয় প্রভাব ফেলেছে ফিফা র‍্যাংকিংয়েও। আজ ঘোষিত ফিফা র‍্যাংকিংয়ে ২৮ ধাপ এগিয়েছে আলজেরিয়া। র‍্যাংকিংয়ে এগিয়েছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল, কনকাকাফ চ্যাম্পিয়ন মেক্সিকোও। র‍্যাংকিংয়ে একধাপ এগিয়েছে বাংলাদেশও। আগের মতো শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। 

    একধাপ এগিয়ে র‍্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ১২ বছর পর কোপার চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিল। একধাপ এগিয়ে সেরা দশে ঢুকেছে কোপার সেমিফাইনালিস্ট আর্জেন্টিনা, লিওনেল মেসিরা আছেন দশম স্থানে। কোপার অন্য কোয়ার্টার ফাইনালিস্টদের মাঝে তিন ধাপ এগিয়ে পঞ্চম স্থানে আছে উরুগুয়ে। পাঁচ ধাপ এগিয়ে অষ্টম স্থানে আছে কলম্বিয়া, সাত ধাপ এগিয়ে ২৬তম স্থানে আছে ভেলেজুয়েলা। 

    পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকেই আফ্রিকার সেরা হয়েছে আলজেরিয়া। ২৮ ধাপ এগিয়ে তাঁরা এখনো র‍্যাংকিংয়ের ৪০তম অবস্থানে আছে। ফাইনালিস্ট সেনেগাল ২ ধাপ এগিয়ে আছে ২০ তম স্থানে, এটাই তাদের সেরা র‍্যাংকিং। সেমিতে খেলা নাইজেরিয়া ১২ ধাপ এগিয়ে আছে ৩৩তম স্থানে। কোয়ার্টার ফাইনালিস্ট মাদাগাস্কার ১২ ধাপ এগিয়ে আছে ৯৬তম অবস্থানে, ৬ ধাপ এগিয়ে বেনিন আছে ৮২তম অবস্থানে। 

    কনকাকাফ চ্যাম্পিয়ন মেক্সিকো ছয় ধাপ এগিয়ে আছে ১২ তম অবস্থানে। রানার্সআপ যুক্তরাষ্ট্র এগিয়েছে আট ধাপ, আছে ২২তম অবস্থানে। চমক দেখিয়ে সেমিতে খেলা হাইতি ১৮ ধাপ এগিয়ে আছে ৮৩তম অবস্থানে। 

    ফিফা র‍্যাংকিংয়ে এগিয়েছে বাংলাদেশও। কাতার বিশ্বকাপের প্রাক বাছাইপর্বে লাওসকে দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে হারিয়ে বাছাইপর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। একধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮২।