• অন্যান্য খবর
  • " />

     

    ২০২২ বিশ্বকাপে খেলার আশা ছাড়ছেন না আলভেজ

    ২০২২ বিশ্বকাপে খেলার আশা ছাড়ছেন না আলভেজ    

    শেষ মুহূর্তে পাওয়া হাঁটুর ইনজুরির কারণে রাশিয়া বিশ্বকাপে খেলা হয়নি দানি আলভেজের। পরের বিশ্বকাপ আসতে আসতে তার বয়স হবে ৩৯। বয়স তখন চল্লিশ ছুঁইছুঁই হলেও কাতার বিশ্বকাপ খেলার আশা এখনই ছাড়ছেন না ব্রাজিল অধিনায়ক। নতুন ক্লাব সাও পাওলোতে যোগ দেওয়ার পর আলভেজ বলছেন, ২০২২ বিশ্বকাপ খেলাই এখন তাঁর প্রধান লক্ষ্য। 

    ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে ব্রাজিল স্কোয়াডে থাকলেও প্রথম একাদশে খুব বেশিবার নামা হয়নি আলভেজের। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের আগে হাঁটুর ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে যান তিনি। এবারের কোপার আগে নেইমারের পরিবর্তে দলের অধিনায়কত্বের দায়িত্ব পান আলভেজ। অধিনায়ক হিসেবে ব্রাজিলকে ১২ বছর পর জিতিয়েছেন কোপার শিরোপা। 

    বয়স ৩৬ হলেও কাতার বিশ্বকাপেই পাখির চোখ আলভেজের, ‘আমার স্বপ্নের পথে অনেক বাঁধাই আসবে। কিন্তু আমি ২০২২ বিশ্বকাপে খেলতে চাই। সাও পাওলোতে খেলায় এটার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবো। সাও পাওলো শুধু একজন ফুটবলারকে দলে নেয়নি, একজন বড় ভক্তকেও পেয়েছে। কাতার বিশ্বকাপ খেলার লক্ষ্যে এই ক্লাবে যা যা করা দরকার সব করতেই রাজি আমি।’ 

    এখন পর্যন্ত ক্যারিয়ারে ৪০টি ট্রফি জিতেছেন আলভেজ। সেই সংখ্যাটা আরও বাড়াতে চান তিনি, ‘সাও পাওলোতে আমি শুধু খেলতে আসিনি, ট্রফি জিততেও এসেছি। এখানে গোলও পেতে চাই। ভালো ফলাফল পাওয়ার জন্য পরিশ্রম, ত্যাগ সবকিছু করবো।’