• বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজ
  • " />

     

    জিম্বাবুয়ে-আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা

    জিম্বাবুয়ে-আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা    

    আইসিসির সদস্যপদ স্থগিত হওয়ায় বাংলাদেশ সফর বাতিল করেছিল জিম্বাবুয়ে। তবে বিসিবি তাদের ত্রিদেশীয় সিরিজে খেলা নিয়ে আশা ছাড়েনি। শেষ পর্যন্ত সেপ্টেম্বরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। গতকাল এই সিরিজের সূচি চূড়ান্ত করেছে বিসিবি। সাথে প্রকাশ করা হয়েছে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের সূচিও।

    ৩০ আগস্ট বাংলাদেশে পা রাখবে আফগানিস্তান। ১ সেপ্টেম্বর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের সাথে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানরা। ৫ সেপ্টেম্বর জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট। 

    ৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। ১১ সেপ্টেম্বর ফতুল্লাতে জিম্বাবুয়ে একাদশের সাথে টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। ১৩ সেপ্টেম্বর মিরপুরে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। রাউন্ড রবিন পর্বে তিন দল দুইবার করে মুখোমুখি হবে। ১৪ তারিখ মুখোমুখি আফগানিস্তান-জিম্বাবুয়ে, ১৫ সেপ্টেম্বর হবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। ১৮ সেপ্টেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে, ২০ তারিখ খেলবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২১ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

    ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচ হবে মিরপুরে, পরের তিন ম্যাচ হবে চট্টগ্রামে। ২৪ সেপ্টেম্বর মিরপুরে হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।