• অন্যান্য খবর
  • " />

     

    ফুটবলকে বিদায় বললেন তোরেস

    ফুটবলকে বিদায় বললেন তোরেস    

    অবসরের ঘোষণা দিয়েছিলেন দুইমাস আগেই। পেশাদার ক্যারিয়ারের শেষ ফুটবল ম্যাচটা অবশ্য খুব ভালো কাটেনি সাবেক বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফরোয়ার্ড ফার্নান্দো তোরেসের। জাপানিজ লিগের ম্যাচে আন্দ্রেস ইনিয়েস্তার দল ভিসেল কোবের কাছে ৬-১ ব্যবধানে হেরেছে তোরেসের দল সাগান টসু। 

    জাতীয় দলকে বিদায় বলেছেন পাঁচ বছর আগেই। তোরেস গত জুনে জানিয়েছিলেন, এই আগস্টেই বুটজোড়া তুলে রাখতে চান তিনি। গতকাল জাপানিজ লিগের ম্যাচে শেষবারের মতো পেশাদার ফুটবল খেলতে নেমেছিলেন তোরেস। পুরো ৯০ মিনিট খেললেও খুব বেশি সুবিধা করতে পারেননি। প্রতিপক্ষ তাদের জালে ছয়বার বল জড়িয়েছে। তোরেস কোনো গোলও করতে পারেননি।  

    ম্যাচ শেষে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তোরেস, ‘আমি ক্লাবের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এই ক্লাবের সতীর্থরা শুরু থেকেই আমার পাশে ছিলেন। আমি সবার কাছে কৃতজ্ঞ।’

    এদিকে তোরেসের সাবেক স্পেন সতীর্থ ইনিয়েস্তা এক খোলা চিঠিতে তাকে বিদায় জানিয়েছেন, ‘জীবন আমাদের জাপানের নিয়ে এসেছে বিদায় বলার আগে। সেই ছোটবেলা থেকেই একসাথে খেলছি আমরা। এর মাঝে কেটে গেছে ২০ বছর। তুমি সবসময়ই ‘এল নিনো’ থাকবে আমার নজরে।’  

    স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরো জিতেছেন তোরেস। ক্লাব ফুটবলে জিতেছেন চ্যাম্পিয়ন লিগ, ইউরোপা লিগ ও এফ এ কাপ।