• লা লিগা
  • " />

     

    ভালদেসের দেওয়া বুটেই বদলে গেছে ফাতির খেলা

    ভালদেসের দেওয়া বুটেই বদলে গেছে ফাতির খেলা    

    বার্সেলোনার ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নেমেছিলেন আনসু ফাতি। প্রথম ম্যাচেই তাঁর নৈপুণ্য নজর কেড়েছে সবার। সাবেক বার্সা কিপার ও বর্তমানে যুব দলের কোচ ভিক্টর ভালদেস ফাতিকে নিয়ে দিলেন একটু অন্যরকম এক তথ্য। এক সংবাদ সম্মেলেনে ভালদেস জানিয়েছেন, ফাতির পুরনো বুটজোড়া দিয়ে খেলতে তাঁর খুবই অসুবিধা হতো। তাঁর কিনে দেওয়া বুটের কারণেই স্বাচ্ছন্দ্যে খেলতে পারছেন ফাতি। 

    ১০ বছর বয়সে বার্সা যুবদলে যোগ দেন ফাতি। অনেক বছর ধরেই ভালদেসের সাথে কাজ করছেন তিনি। ফাতির শুরুর দিকে বুট কতটা খারাপ ছিল সেটাই মনে পড়ছে ভালদেসের, ‘আমি একবার তাকে বলেছিলাম বুটজোড়া নিয়ে আসতে। সেটার খুবই বাজে হাল ছিল! এজন্যই খেলার সময় তাঁর পায়েও ব্যথা করত। কেউ সেটা বুঝতে পারছিল না, শুধু আমি বুঝেছিলাম।’ 

    স্বাচ্ছন্দ্যে যেন খেলতে পারেন, এজন্য ফাতিকে নতুন বুটও কিনে দিয়েছিলেন ভালদেস, ‘আমি তাকে নিয়ে বুটের দোকানে গিয়েছিলাম। নতুন বুট কেনার পর থেকে তাঁর খেলাই বদলে গেছে।’

    বার্সার মূল দলের হয়ে অভিষেক হয়েছে ফাতির। তাঁর এমন অর্জনে দারুণ খুশি ভালদেস, ‘সেই খুব দ্রুত দৌড়াতে পারে, তাঁর আত্মবিশ্বাস ও শক্তিও অনেক। এরকম প্রতিভাকে কিছুটা স্বাধীনতা দেওয়া উচিত মাঠে। তাঁর জন্য আমি খুব আনন্দিত। সে আমাকে ফোনও করেছিল। আমি ভালভার্দের কাছে কৃতজ্ঞ তাকে সুযোগ করে দেওয়ার জন্য। তাঁর এমন পারফরম্যান্স আমাকে অবাক করেনি।’ 

    ফাতিকে নিজের অতীত ভুলে যেতে বারণ করেছেন ভালদেস, ‘আশা করি সে নিজের অতীত ভুলে যাবে না। কঠোর পরিশ্রমের কারণেই আজকে এই সুযোগ এসেছে। সে বার্সার হয়ে সাফল্য পাবে কিনা সেটা পরের ব্যাপার। তাঁর সামনে অনেক কিছুই আছে অর্জনের।'