আমাজনের দাবানলে বন্ধ হলো ব্রাজিলের ফুটবল ম্যাচ
গত এক মাস ধরেই ভয়াবহ দাবানলে পুড়ছে ‘পৃথিবীর ফুসফুসখ্যাত’ আমাজন জঙ্গল। আমাজনের সবচেয়ে বেশি অংশ আছে ব্রাজিলে। এই দাবানলের প্রভাব পড়েছে ব্রাজিলের ফুটবলেও। আমাজনের দাবানলের ধোঁয়ার কারণে সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল ব্রাজিলের তৃতীয় বিভাগের একটি ম্যাচ।
আন্তোনিও অ্যাকুইনো লোপেজ স্টেডিয়ামে হচ্ছিল অ্যাটলেটিকো অ্যাকরেয়ানো ও লুভেরডেনসের ম্যাচটি। এই স্টেডিয়ামে পাশেই আছে আমাজনের একটা অংশ। ম্যাচের শুরু থেকেই খানিকটা ধোঁয়াতে ছেয়ে গিয়েছিল স্টেডিয়াম। সময় যত গড়াতে থাকে, আমাজনের দাবানলের আগুনের ধোঁয়ার পরিমাণ ততোই বাড়তে থাকে। গ্যালারি থেকেই দেখা যাচ্ছিল দাবানলের তান্ডব।
এক পর্যায়ে ধোঁয়ার কারণে ফুটবলাররা কিছু দেখতে পারছিলেন না। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল মাঠে উপস্থিত সবার। ২৫ মিনিটের মাথায় তাই রেফারি ম্যাচ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। ধোঁয়া থেকে বাচার জন্য সবাই নাক-মুখ ঢেকে সাইডলাইনের পাশে চলে আসেন।
এই সময়ে অসুস্থও হয়ে পড়েন অনেক ফুটবলার। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রায় ২০ মিনিটের মতো বন্ধ থাকে খেলা। শেষ পর্যন্ত এই ম্যাচটি ৩-২ ব্যবধানে জিতেছে স্বাগতিক অ্যাকরেয়ানো।