• ফুটবল, অন্যান্য
  • " />

     

    ফিফপ্রোর বর্ষসেরা একাদশের জন্য মনোনয়ন পেলেন যারা

    ফিফপ্রোর  বর্ষসেরা একাদশের জন্য মনোনয়ন পেলেন যারা    

    ফিফপ্রো ওয়ার্ল্ড ইলেভেন বাছাইয়ের জন্য ৫৫ জন ফুটবলারের নাম ঘোষণা করেছেন ফিফা। লিভারপুল চ্যাম্পিয়নস লিগ জেতার পর গত দশ বছরের ভেতর প্রিমিয়ার লিগ থেকে সবচেয়ে বেশি খেলোয়াড় মনোনয়ন পেয়েছেন এবার। ২৩ সেপ্টম্বর ফিফার দ্য বেস্ট গালাতে ঘোষণা করা হবে সেরা একাদশ। একজন গোলরক্ষক, চারজন ডিফেন্ডার, ও তিনজন করে মিডফিল্ডার ও ফরোয়ার্ডের জায়গায় হবে সে দলে।

    ২৩ হাজারেরও বেশি ফুটবলারদের ভোটে ফিফার সেরা একাদশ নির্বাচন হচ্ছে। জুলাই ২০১৮ থেকে ২০১৯ পর্যন্ত সময়ের ভেতর খেলোয়াড়দের পারফরম্যান্স এক্ষেত্রে বিবেচনা করা হয়েছে। 

     

     

    ৫৫ জনের ভেতর প্রিমিয়ার লিগ থেকে আছেন মত ২১ জন, লা লিগা থেকে ২০। এক ক্লাবের সবচেয়ে বেশি খেলোয়াড় বার্সেলোনার। লা লিগা জয়ীদের দল থেকে মনোনয়ন পেয়েছেন ৯ জন। রিয়াল মাদ্রিদের খেলোয়াড় আছেন ৮ জন। সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো একমাত্র খেলোয়াড় হিসেবে ১৫টির সবকয়টি একাদশনের জন্যই মনোনয়ন পেয়েছেন।  


    গোলরক্ষক 
    অ্যালিসন বেকার (লিভারপুল), ডেভিড ডি গিয়া (ম্যান ইউনাইটেড), এডারসন মোরায়েস (ম্যান সিটি), ইয়ান অবলাক (অ্যাটলেটিকো মাদ্রিদ), মার্ক আন্দ্রে টের স্টেগান (বার্সেলোনা) 

    ডিফেন্ডার 
    জর্দি আলবা (বার্সেলোনা) , ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড (লিভারপুল), দানি আলভেজ (পিএসজি/সাও পাওলো), হোয়াও ক্যান্সেলো (জুভেন্টাস/ম্যান সিটি), দানিয়েল কারভাহাল (রিয়াল মাদ্রিদ), জর্জিও কিয়েলিনি (জুভেন্টাস), ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল), ডিয়েগো গডিন (অ্যাটলেটিকো/ইন্টার মিলান), জশুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), কালিদু কৌলিবালি (নাপোলি), আয়মেরিক লাপোর্তে (ম্যান সিটি), ম্যাথিয়াস ডি লিট (আয়াক্স/জুভেন্টাস), জেরার্ড পিকে (বার্সেলোনা), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), আন্দ্রে রবার্টসন (লিভারপুল), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), থিয়াগো সিলভা (পিএসজি), রাফায়েল ভারান (রিয়াল মাদ্রিদ), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), কাইল ওয়াকার (ম্যান সিটি)      

     

    মিডফিল্ডার 
    সার্জিও বুস্কেটস (বার্সেলোনা), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), কেভিন ডি ব্রুইন (ম্যান সিটি), ক্রিশ্চিয়ান এরিকসেন (টটেনহাম), ফ্রাঙ্কি ডি ইয়ং (আয়াক্স/বার্সেলোনা), এডেন হ্যাজার্ড (চেলসি, রিয়াল মাদ্রিদ), এনগোলো কান্তে (চেলসি),  টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), আর্থার মেলো (বার্সেলোনা), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), পল পগবা (ম্যান ইউনাইটেড), ইভান রাকিটিচ (বার্সেলোনা), বের্নার্দো সিলভা (ম্যান সিটি), দুসান টাডিচ (আয়াক্স), আর্তুরো ভিদাল (বার্সেলোনা)     

     

    ফরোয়ার্ড 
    সার্জিও আগুয়েরো (ম্যান সিটি), করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), রবার্তো ফিরমিনো (লিভারপুল), অ্যান্টোয়ান গ্রিযমান (অ্যাটলেটিকো/বার্সেলোনা), হ্যারি কেইন (টটেনহাম), রবার্ট লেভানডফস্কি (বায়ার্ন মিউনিখ), সাদিও মানে (লিভারপুল), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি), লিওনেল মেসি (বার্সেলোনা), নেইমার (পিএসজি), ক্রিশ্চিয়ানো রোনালদো (জুভেন্টাস), মোহাম্মদ সালাহ (লিভারপুল), সন হিউ মন (টটেনহাম), রাহিম স্টার্লিং (ম্যান সিটি), লুইস সুয়ারেজ (বার্সেলোনা)