শৃঙ্খলাজনিত কারণে বাংলাদেশে আসছেন না রাজা
জিম্বাবুয়ে দলের অবিচ্ছেদ্য অংশই ছিলেন গত কয়েক বছর ধরে। কিন্তু আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না। শৃঙ্খলাজনিত কারণে দল থেকে বাদ পড়েছেন সিকান্দার রাজা।
কিন্তু রাজার বাদ পড়ার কারণ কী? আনুষ্ঠানিক বিবৃতিতে জিম্বাবুয়ে নির্বাচকেরা বলেছেন, অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার অধীনে দলের সবাই সবার ওপর বিশ্বাস ও আস্থা রাখতে পারবে এমন ক্রিকেটারদেরই নেওয়া হয়েছে ১৫ জনের দলে। এই বিবেচনায় বাদ পড়ে গেছেন রাজা।
জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের সমস্যা অনেক দিনের। রাজা অনেক বারই এর বিরুদ্ধে অরব ছিলেন। এর মধ্যে গত জুলাইয়ে দলে কোন্দলের ব্যাপারে জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রীকে চিঠি লিখেছেন মাসাকাদজা। এর পরিপ্রেক্ষিতেই বাদ দেওয়া হয়েছে রাজাকে।
১৫ জনের এই দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি স্পিনার এইন্সেলে এন্ডলভু এবং অলরাউন্ডার টনি মুয়োংওয়া।
আফগানিস্তান টেস্টের পর ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে ত্রিদেশীয় এই সিরিজ।
১৫ জনের দল
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রেজিস চাকাভা, রিচমন্ড মুতুম্বানি, শন উইলিয়ামস, নেভিল মাদদিভা, টিনোটেন্ডা মুতোম্বদজি, টনি মুয়োংওয়া, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা, ক্রিস্টোফার পোফু, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন ড়েলর, এনন্সেলে এন্ডলভ, টিমিসেন মারুমা, রায়ান বার্ল।