• ফুটবল, অন্যান্য
  • " />

     

    ৩৮ বছর বয়সে অবসর নিলেন ইতো

    ৩৮ বছর বয়সে অবসর নিলেন ইতো    

    সাবেক বার্সেলোনা ও ইন্টার মিলান স্ট্রাইকার স্যামুয়েল ইতো বিদায় বলেছেন ফুটবলকে। ৩৮ বছর বয়সী এতোদিন খেলছিলেন কাতার এসসি ক্লাবের হয়ে। ২০১৮ সাল থেকেই কাতারের ক্লাবের হয়ে খেলছিলেন ক্যামেরুনের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

    ইন্সটাগ্রামে অবসরের ব্যাপারটি নিশ্চিত করেছেন ইতো। লিখেছেন, "এটাই শেষ। নতুন চ্যালেঞ্জ। সবাইকে ধন্যবাদ। অনেক ভালোবাসা সবার জন্য।"

     

     

    ১৯৯৭ সালে ইউরোপে এসেছিলেন ইতো। রিয়াল মাদ্রিদে অবশ্য সময়টা ভালো যায়নি ক্যামেরুন স্ট্রাইকার। তিন দফায় ধারে তাকে পাঠিয়েছিল রিয়াল। রিয়াল মায়োর্কাতে যোগ দেওয়ার আগ পর্যন্ত মাত্র তিনবার রিয়ালের হয়ে খেলেছিলেন ইতো।   

    ২০০৪ সাল মায়োর্কা ছেড়ে বার্সেলোনায় যোগ দেন ইতো। রোনালদিনহো, ডেকোদের সঙ্গে এরপর টানা দুইবার লা লিগা জয়ী বার্সার দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। জিতেছিলেন চ্যাম্পিয়নস লিগও। পেপ গার্দিওলা বার্সায় আসার পর প্রথম মৌসুমে আবার চ্যাম্পিয়নস লিগ সহ ইতো জেতেন ট্রেবল।

    এরপরের মৌসুমেই বার্সা ছেড়ে ইন্টারে যোগ দেন ইতো। ওই মৌসুমেও জেতেন ট্রেবল। পরপর দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জেতা তৃতীয় ফুটবলার হয়ে যান তিনি তখন।

    ইন্টারে তিন মৌসুম কাটিয়ে ২০১১ সালে আনঝি মাখাচকালায় যোগ দিয়েছিলেন ইতো। ২০১৩-১৪ সালে চেলসিতে যোগ দিয়ে হোসে মরিনহোর সঙ্গে আবার জুটি গড়েন তিনি। নতুন মৌসুমের অর্ধেকটা সময় পার করেন এভারটনে। এরপর তুস্কের ক্লাব আন্তালিয়াস্পোর, ও কোনাস্পয়রে সময় কাটিয়ে কাতারে গিয়েছিলেন ইতো।

    আফ্রিকার চারবারের বর্ষসেরা ফুটবলার ইতো ক্যামেরুনের হয়ে আফ্রিকান কাপ অফ নেশনস জেতেন দুইবার। ২০০ সালে অলিম্পিকে সোনাও জিতেছিলেন তিনি।