ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে আবু হায়দার
ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে স্কোয়াডে বাঁহাতি পেসার আবু হায়দার রনিকে যুক্ত করেছে বাংলাদেশ। এর আগে দেওয়া হয়েছিল প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড, সে স্কোয়াডেই নতুন করে যোগ করা হচ্ছে তাকে।
স্কোয়াডে চতুর্থ পেসার হিসেবে নেওয়া হলো তাকে, এর আগে থেকে ছিলেন মোস্তাফিজুর রহমান, সাইফ উদ্দিন ও ইয়াসিন আরাফাত। এর মাঝে ইয়াসিন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে একাদশের বাইরে ছিলেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছরের ডিসেম্বরে নিজেদের শেষ টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন রনি। এরপর মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, আরিফুল হকসহ আগের ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন তিনিও। এবার প্রত্যাবর্তন হচ্ছে তার।
২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া রনি এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে নিয়েছেন ৬ উইকেট।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। ঢাকায় ১৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর এ সিরিজের গ্রুপপর্বের বাকি তিন ম্যাচ হবে চট্টগ্রামে, ২৪ সেপ্টেম্বর ঢাকায় ফাইনালের আগে।
বাংলাদেশ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মেহেদি হাসান, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত, আবু হায়দার রনি