• লা লিগা
  • " />

     

    ফাতিকে অতিরিক্ত 'হাইপ' থেকে বাঁচিয়ে রাখতে চান ভালভার্দে

    ফাতিকে অতিরিক্ত 'হাইপ' থেকে বাঁচিয়ে রাখতে চান ভালভার্দে    

    নিজের অভিষেকেই রেকর্ড গড়েছিলেন বার্সেলোনার তরুণ সেনসেশন আনসু ফাতি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে গতকালের ম্যাচেও দুর্দান্ত খেলেছেন ১৬ বছর বয়সী এই ফরোয়ার্ড, করেছেন গোলও। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের পর বার্সা কোচ এরনেস্তো ভালভার্দে বলছেন, অতিরিক্ত ‘হাইপ’ থেকে বাঁচিয়ে রাখতে হবে ফাতিকে। 

    লা লিগায় বার্সার হয়ে দুই গোল করতে লিওনেল মেসির যেখানে লেগেছিল ১৩ ম্যাচ, ফাতি সেটা করে দেখিয়েছেন মাত্র তিন ম্যাচেই! বার্সার হয়ে লা লিগায় সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছিলেন ওসাসুনার বিপক্ষে। ফাতি কাল চোখ ধাঁধানো একটি গোল করেছেন, করেছেন অ্যাসিস্টও। মাত্র তিন ম্যাচ খেলেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে গেছেন এই তরুণ ফরোয়ার্ড। 

    অতি হাইপে যেন হারিয়ে না যান ফাতি, সেটাই চেষ্টা করবেন ভালভার্দে, ‘ফাতিকে নিয়ে অনেক বেশি আলোচনা হবে। আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত সেটাকে কমিয়ে রাখা। একজন তরুণ ফুটবলারকে এসব থেকে বাঁচিয়ে রাখতে হবে। এটা অস্বীকার করার উপায় নেই যে সে যা করছে সেটা স্বাভাবিক কিছু না। নিজের বয়সের চেয়ে অনেক বেশি পরিপক্ষ সে। অনুশীলনে সে যেমনটা করে, ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠেও ঠিক সেরকমই ঝলকই দেখা গেছে।’ 

     

     

    প্রতি ম্যাচেই ফাতি থেকে গোল আশা করতে বারণ করলেন ভালভার্দে, ‘বার্সেলোনার ফুটবলার হওয়াটা সহজ কাজ না, বিশেষ করে তার বয়স যদি ফাতির মতো হয়। নিজের প্রথম টাচেই গোল করা আর দ্বিতীয় টাচে অ্যাসিস্ট করা স্বাভাবিক ব্যাপার না। আমি চাই সে লিগের পরিস্থিতিটা বুঝুক। এখনো সে শিখছে। বার্সেলোনার হয়ে খেলাটা কত কঠিন সেটাও তাকে বুঝতে হবে।’