লাইভ রিপোর্ট : সম্মিলিত বোলিংয়ের পর ব্যাটসম্যান সাকিবে আফগান-দুর্গ জয় বাংলাদেশের
ফাইনালের লাইন-আপ নিশ্চিত হয়ে গেছে আগেই, এ দুই দলই মিরপুরের ফাইনালে মুখোমুখি হবে। ফাইনালের আগে তাই এই ম্যাচ পোশাকি মহড়া বলা যায়। অবশ্য শেষ দুই ম্যাচে একটু ভিন্ন চিত্র বাংলাদেশ ও আফগানিস্তানের। বাংলাদেশ জিম্বাবুয়েকে উড়িয়ে দিলেও আফগানিস্তানের জয়রথ থেমেছে জিম্বাবুয়ের কাছে হেরেই। বাংলাদেশ-আফগানিস্তানের লাইভ রিপোর্টে স্বাগত- এখানে পাবেন আপডেট, বিশ্লেষণ, পরিসংখ্যান, খুঁটিনাটি!
প্রিয় প্যাভিলিয়ন পাঠক,
কোভিড-১৯ মহামারি বিশ্বের আরও অনেক কিছুর মতো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে ক্রীড়াঙ্গনকে। পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন এক সংকটের মুখোমুখি হয়েছি আমরাও। প্যাভিলিয়নের নিয়মিত পাঠক এবং শুভানুধ্যায়ী হিসেবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের পাশে এসে দাঁড়ানোর। আপনার ছোট বা বড় যেকোনো রকম আর্থিক অনুদান আমাদের এই কঠিন সময়ে মূল্যবান অবদান রাখবে।
ধন্যবাদান্তে,
প্যাভিলিয়ন
- 0 মন্তব্য