আবাহনী, বসুন্ধরা এক গ্রুপে, চ্যাম্পিয়নদের গ্রুপে চট্টগ্রাম আবাহনী
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের ড্র-তে একই গ্রুপে পড়েছে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স আপ ঢাকা আবাহনী। আর টুর্নামেন্টের স্বাগতিক চট্টগ্রাম আবাহনী পড়েছে গতবারের চ্যাম্পিয়ন টিসি স্পোর্টসের সঙ্গে।
১০ অক্টোবর ঢাকার এক হোটেলে অনুষ্ঠিত হয়েছে ড্র। এই নিয়ে তৃতীয়বারের মত মাঠে গড়াচ্ছে টুর্নামেন্ট। অক্টোবরের ১৮ থেকে ২৯ তারিখ পর্যন্ত চলবে টুর্নামেন্ট, সবগুলো খেলায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে।
টুর্নামেন্টে আট দলের ভেতর বাংলাদেশের তিনটি, ভারতের দুইটি, মালয়েশিয়া, লাওস ও মালদ্বীপের একটি করে দল অংশ নিচ্ছে। গ্রুপ 'এ' তে আছে বসুন্ধরা কিংস, ঢাকা আবহনী, লাওসের ইয়াং এলিফেন্টস ও ভারতের মোহনবাগান। অন্য গ্রুপে চট্টগ্রাম আবাহনীর সঙ্গী মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব, ভারতের চেন্নাই সিটি এফসি, মালয়েশিয়ার টেরেঙ্গানু এফসি।
দুই গ্রুপের শীর্ষ দুইটি দল উঠবে সেমিফাইনালে। এরপর ২৯ অক্টোবর ফাইনাল। জয়ী দল ৫০ হাজার ও রানার্স আপ দল পাবে ৩০ টাকা পুরস্কার। টুর্নামেন্টের প্রথম আসরে ২০১৫ সালে চট্ট.আবাহনী জিতেছিল শিরোপা।