কাতারের যুবাদের কাছেও হারল বাংলাদেশ
কিছুদিন আগেই ২০২২ বিশ্বকাপের বাছাইপর্বে কাতারের কাছে হেরেছিল বাংলাদেশ। বড়দের মতো বাংলাদেশের যুবারাও পারল না কাতারের যুবাদের হারাতে। কাতারে অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ২-০ গোলে হারিয়েছে কাতার অনূর্ধ্ব-১৯ দল।
এএফসি অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের বাছাইপর্বকে সামনে রেখে কুয়েত ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টের আয়োজন করেছে কাতার। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল কাতার ও বাংলাদেশের যুবারা। ৩৩ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। কাতারকে এগিয়ে দেন মেকি তোম্বারি।
দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করে কাতার। ৪৬ মিনিটে বদলি হয়ে নেমেছিলেন দিয়াব তাহা। মাঠে নামার ছয় মিনিটের মাঝেই গোল পান তিনি। বাংলাদেশ ও কাতার ম্যাচের পরবর্তী সময়ে আর কোনো গোল না পাওয়ায় ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কাতার।
বাংলাদেশ দলের কোচ অ্যান্ড্রু পিটার টার্নার অবশ্য দলের পারফরম্যান্সে খুশি, ‘আমি সার্বিক পারফরম্যান্সে খুশি। এএফসি বাছাইপর্বের জন্য ভালো একটা প্রস্তুতি হয়েছে। আমরা দুই অর্ধেই অনেকগুলো সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু ফিনিশিং ভালো ছিল না। আমরা যে দুটি ভুল করেছি সেটার মাশুলই দিতে হয়েছে। কাতারের মতো দলের সাথে এমন পারফরম্যান্সে আমি গর্বিত।’
কুয়েতের বিপক্ষে পরের ম্যাচের আগে প্রস্তুতির ব্যাপারেও জানালেন টার্নার, ‘আমরা আগে দেখবো কাতারের বিপক্ষে ম্যাচের পর কারা সুস্থ আছে। এরপর সেই হিসেবেই পরের ম্যাচের জন্য প্রস্তুতি নেবো।’