• ফুটবল, অন্যান্য
  • " />

     

    ব্যালন ডি'অরের রাজারা

    ব্যালন ডি'অরের রাজারা    

    ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন ব্যালন ডি'অর পুরস্কার দিয়ে আসছে ১৯৫৬ সাল থেকে। শুরুতে শুধু সাংবাদিকদের ভোটে সেরা খেলোয়াড় নির্বাচন হলেও ২০০৭ এর পর থেকে ভোট দিচ্ছেন জাতীয় দলের অধিনায়করাও। ১৯৯৫ সাল পর্যন্ত অবশ্য শুধুমাত্র ইউরোপিয়ান খেলোয়াড়দের জন্য বরাদ্দ ছিল এই পুরস্কার। এর পর ইউরোপের ক্লাবে খেলা সব ফুটবলারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ব্যালন ডি'অর। এ কারণেই ডিয়েগো ম্যারাডোনা বা পেলে কারই কখনও জেতা হয়নি ব্যালন ডি'অর।

     


    ২০১০ থেকে ফিফার সঙ্গে মিলে বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও দিয়েছে ব্যালন ডি'অর। তবে ২০১৫ সালের পর থেকে আলাদা হয়ে গেছে সেই নিয়ম। ফিফা এখন বর্ষসেরা ফুটবলার নির্বাচন করছে নিজেদের পদ্ধতিতে। 

    সবচেয়ে বেশি ব্যালন ডি'অর জয়ীদের ভেতর সবার আগে আছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। দুইজনই ৫টি করে ব্যালন ডি'অর জিতেছেন। দ্বিতীয় সর্বোচ্চ তিনবার করে জিতেছেন মার্কো ফন বাস্তেন, মিশেল প্লাতিনি ও ইয়োহান ক্রুইফ। গতবার রোনালদো-মেসির ১০ বছরের আধিপত্য ভেঙে ব্যালন ডি'অর জিতেছিলেন লুকা মদ্রিচ। তার আগে মেসি-রোনালদো বাদে সবশেষ ব্যালন ডি'অর জিতেছিলেন কাকা, ২০০৭ সালে।